EntertainmentVideoViral Video

Ranu Mondal: ‘পুষ্পা’ ছবির ‘সুপারহিট’ গানে উদ্দাম নাচ রানু মন্ডলের, দেখে হেসে গড়াগড়ি নেটিজেনরা

রানু মন্ডলের গান হয়তো মানুষ তেমন শুনতে চান না। তবে সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু তিনিই ছড়িয়ে থাকেন। প্রতিদিন কোনো না কোনো ভিডিওতে দেখা যায় এক সময়ে ফেমাস হওয়া তথাকথিত গায়িকাকে। বর্তমানের সোশ্যাল মিডিয়ার ক্রিয়েটরদের কাছে রানু মন্ডল (Ranu Mondal) একজন কমেডি কনটেন্ট হয়ে উঠেছেন। তাকে নিয়ে ভিডিও বানানোর জন্য প্রায়ই ইউটিউবাররা পৌঁছে যান রানু মন্ডলের রানাঘাটের বাড়িতে। অবলীলায় তাকে নিয়ে বিভিন্ন রকম ভিডিও বানিয়ে নেন সকলে।

তবে এবার কার্যত শ্রীভাল্লি হয়ে উঠেছেন স্বয়ং রানু মন্ডল। কার্যত পুষ্পা (Pushpa) সিনেমার বিখ্যাত ‘শ্রীভাল্লি’ (Srivalli) গানটি শোনেননি এমন কেউ নেই। সেই গানেই এবার নাচ করেছেন তিনি। কি ভাবছেন রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna) -কে কতটা টক্কর দিতে পেরেছেন তিনি। সেগুড়ে বালি ছাড়া আর কিছু নয়। দর্শকদের কাছে যে শুধুই পাগলামো তার এই উৎপাটাং নৃত্য।

নীল ফুলহাতা গেঞ্জির সঙ্গে নাইটিকে লুঙ্গির মতো পরেছিলেন তিনি। গলায় গামছা ঝোলানোর পাশাপাশি হাতে নিয়েছিলেন লাঠিও। এমন সাজ পোশাকে দেখে যে রানু মন্ডলকে কোনো দিক থেকেই শ্রীভাল্লি মতো লাগছে না তা বলতে বাধা নেই। তবে এমন আচরণ দেখে জমিয়ে ট্রোল করেছেন নেটিজেনরা। ‘দ্যা মিডল ক্লাস ভ্লগার’ নামের ইউটিউব চ্যানেল থেকেই এই ভিডিওটি সামনে এসেছিলো।

ভিডিওর বয়স ছাড়িয়েছে বছর খানেক। লাইক ও কমেন্ট তো এসেছেই তার উদ্দেশ্যে। তবে ১৯ লক্ষ মানুষ দেখে নিয়েছেন। কেউ কেউ আবার বলেছেন একটা মানুষকে নিয়ে এই ধরনের ভিডিও বানিয়ে কি পাচ্ছেন। তার বয়স হয়েছে তাই এসব না করে তাকে একা থাকতে দেওয়া উচিত। আবার কেউ বলেছেন টাকা তুলে তার বাড়ি ও খাওয়ার জন্য সাহায্য করতে। কিন্তু ‘পাগলী’ যে তকমা তার গায়ে লেগেছে তা যেন অব্যাহত এই ভিডিওর কমেন্ট বক্সেও।