আবারও বলিউডে কামব্যাক করছে রানাঘাটের লতাকণ্ঠী রানু মণ্ডল, মুহূর্তে ভিডিও ভাইরাল
তার সুমধুর কন্ঠস্বর তাকে রাতারাতি রানাঘাট স্টেশন থেকে পৌঁছে দিয়েছিল মুম্বাইতে। রানাঘাটের রানু মন্ডল রাতারাতি হয়ে গিয়েছিল সিংগিং সেনসেশন। সেখানে হিমেশ রেশমিয়ার তত্ত্বাবধানে বেশ কয়েকটি গান গেয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্যের ফেরে এবং নিজের অহংকারী স্বভাবের জেরে তাকে বর্তমানে ফিরে আসতে হয়েছে রানাঘাটে।
কিন্তু, আবারও তিনি হিন্দি সিনেমায় গান গাইতে চলেছেন। ফের লাইম লাইটে আসতে চলেছে রানু মন্ডল। এবার ধীরাজ মিশ্রর সঙ্গে কাজ করতে চলেছেন তিনি।
মঙ্গলবার অতীন্দ্র চক্রবর্তী নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন। আসলে সেটি রানু মণ্ডলেরই ভিডিও। তাতে দেখা যাচ্ছে যে, ধীরাজ মিশ্রর প্রথম রোমান্টিক ছবি সীতামগর এবং দেশাত্মবোধক সিনেমা সরোজিনিতে গান গাইবেন রানু মন্ডল।
অতীন্দ্র চক্রবর্তী ভিডিওটি পোস্ট করে লেখেন যে, বাংলার কোকিলা রানু মন্ডল জি পেরেছেন। ধীরাজ মিশ্র জির সঙ্গে রানু দিদি আবারও ফিরছেন। আশা করি দিদি আবারও একই ভাবে ভালোবাসা পাবেন সকলের থেকে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, রানু মন্ডলের আবেদন যে সম্মান ও ভালোবাসা তিনি পেয়েছেন। সেটাও আগামীতে চান তিনি।