নিজের বানানো খাবার নিজেই খেতে পারে না! অভিনেত্রী কোয়েলের রান্নার বহর শুনে হেঁসে খুন দর্শক

রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) ডায়লগ থেকে কোয়েলের (Koel Mallick) রান্নার বহর, সবমিলিয়ে একবারে জমজমাট অপুর সংসার-র পর্ব। টেলিভিশনের (Television) পর্দায় নানান গেম শো থেকে শুরু করে টক শো নজর কাড়ে নেটিজেনদের। একসময় জি বাংলার পর্দায় চলা তেমনই একটি জনপ্রিয় টক শো ছিল ‘অপুর সংসার’। অভিনেতা শ্বাশত চ্যাটার্জির (Swswata Chatterjee) পরিচালনায় এই শোর জনপ্রিয়তা বেড়েছিল হুড়হুড়িয়ে।
সেলিব্রেটিদের সঙ্গে একের পর এক গেম ও কথার ছলে নানান জানা-অজানা প্রশ্নের উত্তর মিলতো এই শোতে। তেমনই একদিন এই শোতে হাজির হয়েছিলেন অভিনেতা রঞ্জিত মল্লিক ও অভিনেত্রী কোয়েল মল্লিক। বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় প্রথম সারির তারকা তারা। রঞ্জিত মল্লিককে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। ১৯৭১ সালে মৃনাল সেনের ‛ইন্টারভিউ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্রথম পা রাখেন অভিনয় জগতে।
আর তারপর থেকে একেরপর এক সিনেমায় তার সাবলীন অভিনয় মনজয় করেছে সকলের। পরবর্তীকালে একইভাবে তার মেয়ে কোয়েলও তার অভিনয় দক্ষতা নিয়ে সকলের মনজয় করে নিয়েছেন। সম্প্রতি অপুর সংসার-র ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে প্রথমেই দেখা যাচ্ছে যে, রঞ্জিত মল্লিক অভিনেতা সৌরভকে বলছেন যে ডায়লগই বলো না কেন শেষে বলতে হবে ‛চাপকে পিঠের ছাল তুলে নেব’।
এরপরই অভিনেত্রী মুনমুন সেন কিভাবে রঞ্জিত মল্লিককে ‛রঞ্জিত দা’ বলে ডাকে সেটা মিমিক্রি করে দেখায় কোয়েল। এমনকি এদিন কবি গানের লড়াই কিভাবে হয় সেটাও করতে দেখা যায় রঞ্জিত মল্লিককে। তবে, সবশেষে কোয়েলের রান্নার বহর শুনে তো হেসে কুপোকাত সকলেই। কারণ কোয়েল নাকি এমন রান্না করেছে যে, সেটা টেস্ট করে তার শিক্ষিকা বলেছেন, এটা যদি তুমি দুচামচ খেতে পারো তাহলে তোমায় পাশ মার্কস দিয়ে দেব। কিন্তু রান্না এতটাই বাজে হয়েছিল যে, দু চামচ তো দূর একটু খানিও খাওয়াও অসম্ভব ছিল। ভিডিওটি বহু দিনের পুরোনো হলেও আবারও নতুন করে ভাইরাল হয়েছে।