
সেলিব্রেটিদের জীবন মানেই সবসময়ই ঝাঁ চকচকে জীবন। তাদের সবকিছুই যেন পরিপাটি বলে মনে করেন নেটিজেনরা। কিন্তু তারাও তো রক্ত মাংসের মানুষ। তাদেরও দোষ-গুন, ভালো-মন্দ সবকিছু আছে। সম্প্রতি ছিল টলি কুইন কোয়েলের (Koel Mallick) জন্মদিন। বাংলা চলচ্চিত্র জগতের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী তিনি। প্রায় ২০ বছরের বেশি সময় ধরে তিনি টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। ‛নাটের গুরু’ (Nater Guru) সিনেমা দিয়ে প্রথম পা রাখেন অভিনয় জগতে।
তারপর একেরপর এক সিনেমায় অভিনয় করে মনজয় করেছেন। রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) কন্যা হিসেবে নয়, নিজ গুণেই জায়গা করে নিয়েছেন টলিউডের (Tollywood) অন্দরে। তার লুক থেকে শুরু করে স্টাইল স্টেটমেন্ট সবেতেই নজর কাড়েন এই টলি ভিভা। জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তার একেরপর এক ছবি, ভিডিও, পুরোনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। আর তারই মধ্যে একটিতে উঠে এসেছে তার বদঅভ্যাসের কথা। আর সেটা জানিয়েছেন তার বাবা রঞ্জিত মল্লিক।
সালটা ছিল ২০১৭। বাংলা টেলিভিশনের পর্দায় জনপ্রিয় টক শো গুলির মধ্যে একটি ছিল ‛অপুর সংসার‘। অভিনেতা শ্বাশত চ্যাটার্জির (Saswata Chatterjee) পরিচালনায় এই শো অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল। আর সেখানেই হাজির হয়েছিলেন রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক। একেরপর এক কথায় উঠে আসে কোয়েলের প্রসঙ্গ। শ্বাশতর প্রশ্নের উত্তরে রঞ্জিত মল্লিক জানায় যে, বদ অভ্যাস হল কোয়েল (Koel Mallick) বড্ড দেরি করে। বাবার কথা শোনা মাত্রই তো প্রতিবাদ করে ওঠেন কোয়েল।
আর তারপরই বাবা রঞ্জিত মল্লিক হাসতে হাসতে বলেন যে, তিনি শুধু কোয়েলকে একা এই দোষ দিতে চাননা। তার মায়ের থেকেই এই স্বভাব পেয়েছেন বলে জানিয়েছেন। ২০১৫ সালে প্রযোজক নিসপাল সিং রানের (Nispal Singh Rane) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। তার আগে ৫ বছর তারা চুটিয়ে প্রেম করেছেন। বিয়ের পর থেকে অনস্ক্রিন ও অফস্ক্রিন দুটোই বেশ ভালোভাবে সামলান অভিনেত্রী।