×
Entertainment

বুড়ো বয়সে ভীমরতি! প্রকাশ্যে রাস্তায় প্রেমলীলায় মত্ত রঞ্জিত মল্লিক ও অপরাজিতা আঢ্য

সময়ের সঙ্গে সঙ্গে মানুষের বয়স বাড়লেও প্রেমের বয়স কিন্তু বাড়ে না একেবারেই। প্রেম মানে না শাসন-বারণ। প্রেমের তীব্রতা এত বেশি যে এটা হলে কোনোদিকেই নজর থাকবে না আপনার। আর এবার তেমনটাই হয়েছে অপরাজিতা
(Aparajita Adhya) ও রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) সঙ্গে। কাউকে তোয়াক্কা না করে তারা ভেসে চলেছেন প্রেমের জোয়ারে। নিজেদের ইচ্ছেমতো তারা কলকাতার এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন।

বুড়ো বয়সে ভীমরতি! প্রকাশ্যে রাস্তায় প্রেমলীলায় মত্ত রঞ্জিত মল্লিক ও অপরাজিতা আঢ্য -

ভ্যালেন্টাইন্স ডে-র দিন তাদের এই গোপন অভিসার ধরা পড়েছে সকলের কাছে। লোক লজ্জার মাথা খেয়ে তারা এদিক সেদিক চড়ে বেড়াচ্ছেন। সত্যি কি তেমনটা হয়েছে? আরে না মশাই বিষয়টি ততটাও জটিল নয়। এসব কিছুই সিনেমার স্বার্থে তারা করেছেন। ১৪ ফেব্রুয়ারি প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। সিনেমার নাম ‛লাভ ম্যারেজ’। আর সেখানেই দুজনকে প্রেম করতে দেখা গিয়েছে।

বুড়ো বয়সে ভীমরতি! প্রকাশ্যে রাস্তায় প্রেমলীলায় মত্ত রঞ্জিত মল্লিক ও অপরাজিতা আঢ্য -

আর তাদের জন্য অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়েটাও যে ভাঙতে বসেছে তাও নিশ্চই ট্রেলার দেখে বুঝে গিয়েছেন? প্রকাশ্যে আসা ট্রেলারে দেখা যাচ্ছে যে, ঐন্দ্রিলা (সিনেমায় নাম সায়ন)-কে ভালোবাসে অঙ্কুশ। আর তাই যথারীতি সে লাভ ম্যারেজই করবে। কিন্তু এখানেই আপত্তি অঙ্কুশের বাবা রঞ্জিত মল্লিকের। তার কথা প্রেমের আনন্দ স্বল্পক্ষণ কিন্তু যন্ত্রনা থাকে সারাজীবন। তার মুখে এই কথা শুনে বোঝাই যাচ্ছে তিনি কোনো একসময় প্রেমে হোঁচট খেয়েছেন।

বুড়ো বয়সে ভীমরতি! প্রকাশ্যে রাস্তায় প্রেমলীলায় মত্ত রঞ্জিত মল্লিক ও অপরাজিতা আঢ্য -

তবে, ওদিকে অঙ্কুশের মামা তাকে আশ্বাস দেয় যে, দু-তিনটে মেয়ে দেখার পর সায়নকে পাত্রী হিসেবে সে হাজির করবে বাবার সামনে। যেমন কথা তেমন কাজ। আর তেমনই মেয়ে দেখতে গিয়েই মুখোমুখি হয় দুই প্রাক্তন। একে অপরকে দেখে তো অবাক। তারপর দেখা যায় ছেলের বিয়ের কথা বেমালুম ভুলে নিজেরাই প্রেম করতে বেরিয়ে পড়ে। আজ গঙ্গার ঘাট, কাল রেস্তোরাঁ এ যেন লেগেই আছে।

বুড়ো বয়সে ভীমরতি! প্রকাশ্যে রাস্তায় প্রেমলীলায় মত্ত রঞ্জিত মল্লিক ও অপরাজিতা আঢ্য -

আর এসব দেখে সায়ন তো বলেই বসে ‛সবাই মিলে তোর বাড়িতে গিয়ে থাকবো। তাই তো? ভাই বোন একসাথে’। আর তাইতো ‛লাভ ম্যারেজ’ নিয়ে সৃষ্টি হয়েছে যত সমস্যা। সিনেমা পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রেমেন্দ্র বিকাশ চাকি।