বোল্ড লুকে নেটদুনিয়ায় ঝড় তুললেন ‘রানী রাসমনি’র প্রসন্নময়ী, তুমুল ভাইরাল ছবি
বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন সোমাশ্রী ভট্টাচার্য। যিনি বর্তমানে “করুণাময়ী রানী রাসমণি” ধারাবাহিকে প্রসন্নময়ী চরিত্রে অভিনয় করছেন। তবে, অন্যদিকে “রানী রাসমণি” ছাড়াও জি বাংলার আরও একটি জনপ্রিয় সিরিয়াল ” কি করে তোকে বলবো তোমায়” সিরিয়ালে তৃষা চরিত্রেও বেশ চুটিয়ে অভিনয় করছেন তিনি।
নেগেটিভ হোক বা পজেটিভ সব চরিত্রেই সোমাশ্রী সমান দক্ষতার সঙ্গে অভিনয় করে চলেছেন। ‘রানী রাসমনি’ ধারাবাহিকে সকলের প্রিয় চরিত্র প্রসন্নময়ি দাসীর। রানিমার নাতবৌ হল প্রসন্নময়ী। অবুজ, সরল, মিষ্টি হাসি দিয়ে সে মন জয় করে নিয়েছে সকলের।
ড্যান্সার হিসেবে ইন্ডাস্ট্রিতে কেরিয়ার শুরু করলেও তাঁকে “শুভদৃষ্টি” সিরিয়ালে প্রথম দেখা গিয়েছিল। তবে, সিরিয়ালে সে যতটাই শান্ত, মাথায় ঘোমটা দেওয়া অবুজ বৌমা হোক না কেন বাস্তবে কিন্তু সে একেবারেই তাঁর বিপরীত। প্রায়সই হট লুকে নজর কাড়েন নেটিজেনদের।
সম্প্রতি অভিনেত্রী তাঁর ইনস্ট্রগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন আর সেখানে তাঁকে একটি কালো রঙের ওয়েস্টার্ন পোশাকে বেশ হট লুকে দেখা যাচ্ছে। সম্প্রতি হয়ে যাওয়া গৌরব ও দেবলীনার রিসেপশন পার্টিতেই তাঁকে এই পোশাকে দেখা গেছে। মাথায় পনিটেল করে, স্টিলেটো পরে বেশ নিজের ভঙ্গিমায় ছবিটি তুলেছেন অভিনেত্রী। তাঁর এই পোশাকে বক্ষ খাঁজ ও ট্যাটু বেশ স্পষ্ট। সম্প্রতি অভিনেত্রীর পোস্ট করা এই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।