সাতপাকে বাঁধা পড়তে চলেছেন গদাধর-সারদামণি, দেখে নিন বিয়ের কিছু মূহুর্ত
করুনাময়ী রানী রাসমনি সিরিয়ালের গদাই ঠাকুরকে কে না চেনে? সিরিয়ালে গদাই ঠাকুরকে রানী মা যেমন চোখে হারায় তেমনই দর্শক রাও তাকে চোখে হারায় বটে। তাঁর অভিনয় এতটাই নিঁখুদ যে তাঁর প্রশংসা না করে উপায় নেই।
তাঁর সহজ সরল প্রেমের কথায় আকুল সকল দর্শক। তাঁর আসল নাম সৌরভ। সবমিলিয়ে সৌরভ যে একজন দুর্দান্ত অভিনেতা তা আর বলার অপেক্ষা রাখে না। তবে, চারিদিকে বিয়ের মরসুমের মাঝে “করুনাময়ী রানী রাসমণি” তেও চলছে বিয়ের মরসুম।
সিরিয়ালে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে গদাই ঠাকুর। নতুন বছরে গদাধরের জীবনে স্ত্রী রূপে আসতে চলেছে সারদামনি। ৪ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি মোট ৭ দিন ধরে দেখানো হবে এই বিয়ের বিশেষ পর্ব।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে, মাথায় হাজাক আলো নিয়ে শোভাযাত্রা করে মেয়ের বাড়ি পৌঁছায় বরযাত্রীর দল। আর নিজের বিয়েতে নিজেই নাচতে নাচতে আসছেন গদাধর। আর তাই দেখে বেশ হতভম্ব মেয়ের মা ও বাবা। কিন্তু পরক্ষণেই হাসি মুখে বরণ করে সারদার মা।
আর অন্যদিকে দেখা যাচ্ছে যে, সারাবাড়ি প্রদীপের আলো ও গেদা ফুল দিয়ে সাজানো হয়েছে। অন্যদিকে সবাই যখন বরণে ব্যাস্ত ঠিক তখন দরজার আড়াল থেকে বরকে দেখার লোভ সামলাতে পারেনি ছোট্ট সারোদা। সম্প্রতি এই দৃশ্যই আগামী দিনে দেখানো হবে এই ধারাবাহিকে। আর সেটাই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।