পরিবারের সাথে ঘরোয়া বৌভাত সারলেন ‘রানী রাসমণি’র মথুরবাবু, শুভেচ্ছাবার্তা নেটিজেনদের
বাংলা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় নায়িকা হলেন দেবলীনা কুমার। অন্যদিকে বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেতা হলেন গৌরব চট্টোপাধ্যায়। দেবলীনা হলেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার-এর সুযোগ্য কন্যা। আর গৌরব হলেন মহানায়ক উত্তম কুমারের নাতি।
সম্প্রতি ৯ ডিসেম্বর বৈদিক মতে দেবলীনা ও গৌরব সাত পাকে বাঁধা পড়েছেন। লাল বেনারসীতে রীতিমতো বাঙালি নববধূর সাজেই দেখা গেছিল দেবলিনাকে। সঙ্গে গৌরবের পরনে ছিল সাদা ডিজাইনার ধুতি-পাঞ্জাবি।
গত ১১ ডিসেম্বর ছিল তাঁদের বৌভাত পর্ব। এই করোনা আবহে শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যদের নিয়েই বৌভাতের অনুষ্ঠান সারেন তাঁরা। তবে, জানা গিয়েছে ১৫ ডিসেম্বর তাঁদের গ্র্যান্ড রিসেপশন পার্টি হবে।
তবে, ইতিমধ্যেই দেবলীনা সোশ্যাল মিডিয়ায় বৌভাতের ছবি পোস্ট করেছেন।বৌভাতের দিন দেবলীনর পরনে ছিল মভ রঙের বেনারসী এবং সারা শরীর সোনার গয়নায় মোড়া। এছাড়া, গৌরবের পরনে ছিল ডিজাইনার চেক পাড় ধুতি সহ মটকা তসরের পাঞ্জাবি এবং গলায় ভারী সোনার চেন।
অবশেষে তিন বছরের সম্পর্ক বাঁধা পড়ল এক সুতোয়। এর আগেও অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন গৌরব। কিন্তু, সে সম্পর্ক বেশিদিন টেকেনি। আর তারপরই দেবলীনার সঙ্গে সম্পর্কে জড়ায় গৌরব।
বিয়ের আগে দেবলীনা তাঁর গায়ে হলুদের ছবি থেকে শুরু করে বিয়ের পর তাঁর হাত হাতে গৌরবের মাছের মুড়ো খাওয়ার সকল ছবিই পোস্ট করেছেন ইনস্ট্রগ্রামে। এরপর নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন টলিপাড়ায় অনেক তারকাই।