×
Entertainment

৪৪ বছর বয়সে মা হতে চলেছেন অভিনেত্রী রানী মুখার্জী! ভিডিও দেখে অবাক নেটবাসী

তাহলে কি ফের একবার মা হতে চলেছেন রানী মুখার্জি? ভিডিও ভাইরাল হতেই জল্পনা তুঙ্গে। সেলিব্রেটিদের এদিক থেকে ওদিক হলে তা যেন নিমেষেই ভাইরাল (Viral) হয়ে যায়। আর সেই নিয়ে চলতে থাকে তুমুল জল্পনা। তেমনই এবার রানী মুখার্জি (Rani Mukherjee) ও আদিত্য চোপড়ার কোল জুড়ে আসতে চলেছে তাদের দ্বিতীয় সন্তান। খবরটি কতটা সত্যি বা কতটা মিথ্যে সে বিষয়ে পরে আসছি। কিন্তু এই খবর নিয়ে রীতিমতো যে শোরগোল পরেছে তা বলা যায়।

৪৪ বছর বয়সে মা হতে চলেছেন অভিনেত্রী রানী মুখার্জী! ভিডিও দেখে অবাক নেটবাসী -

বরাবরই কাজের বাইরে লাইমলাইটের জগৎ থেকে নিজেকে দূরেই রাখেন রানী। সোশ্যাল মিডিয়ায় (Social Media) তাকে খুব একটা দেখা যায়না। এমনকি বলিউড ইভেন্টের খুবই কম হাজির হন। সম্প্রতি একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। যদিও ভিডিওটি পুরোনো। কিন্তু তারপরেও নতুন করে ভিডিওটি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে, রানীর পরণে রয়েছে সবুজ রঙের চুড়িদার ওড়না। আর সেই ওড়না দিয়েই স্ফীত পেট আড়াল করে রেখেছিলেন অভিনেত্রী।

আর সেখান থেকেই কানাঘুষো শুরু। বেশিরভাগ মানুষের ধারণা এটা রানীর বেবিবাম্প। দ্বিতীয়বারের জন্য অন্তঃসত্ত্বা রানী। সিদ্ধি বিনায়ক মন্দিরের সামনে ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী। তাহলে বলে রাখি যে, বিষয়টি একেবারেই ভুয়ো। বয়সের কারণে অনেকের পেটেই চর্বি জমে যায়। সন্তান জন্মানোর পর যা আরও বেড়ে যায়। আর রানীর ক্ষেত্রেও তেমনটাই হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

প্রসঙ্গত, ২০১৪ সালে আদিত্য চোপড়ার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন রানী। এরপর ২০১৫ সালে রানী ও আদিত্যর (Rani-Adtiya) কোল আলো করে আসেন তাদের প্রথম সন্তান আদিরা। সম্প্রতি দিন কয়েক আগে করিনা কাপুরের স্ফীত পেট দেখে সোশ্যাল মিডিয়ায় উঠেছিল চর্চা। সকলের ধারণা হয়েছিল তৃতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন বেগম করিনা। যদিও নিজেই পোস্ট করে আসল সত্যতা জানিয়েছিলেন অভিনেত্রী।