Entertainment

এই প্রথম ক্যামেরার সামনে এলো রানী মুখার্জির মেয়ে, আদিরার কিউটনেসের কাছে হার মানবে যে কোনো স্টার কিড

Advertisement

Rani Mukherji Daughter এক সময়কার সবথেকে ব্যস্ততম অভিনেত্রী রানী মুখার্জী। শুধু হিন্দি নয় বাংলাতেও ব্যাপক জনপ্রিয় সিনেমা রয়েছে তার। একসময় শুধু তিনি থাকলেই যে সিনেমা হিট হবে তা জানতেন প্রযোজকরা। তবে সেই যুগ আর এই যুগের মধ্যে ঘটেছে পার্থক্য। ২০১৪ সালের জনপ্রিয় পরিচালক যশ চোপড়ার বড় ছেলে আদিত্য চোপড়ার সাথে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। রানী-আদিত্যর প্রথম কন্যা সন্তান হয় ২০১৫ সালে।

এই প্রথম ক্যামেরার সামনে এলো রানী মুখার্জির মেয়ে, আদিরার কিউটনেসের কাছে হার মানবে যে কোনো স্টার কিড

তখন থেকে সম্পূর্ণ সময় রানী মেয়ে আদিরা (Adira Chopra) ও পরিবারকে দিতে থাকে। ক্যামেরার সামনে তাকে দেখা যেত না বললেই হয়। সবথেকে বেশি তিনি খেয়াল রেখেছিলেন নিজের মেয়ের। এই ক্যামেরার ফ্ল্যাশ, সোশ্যাল মিডিয়ার দৌড়ত্ব যাতে তার মেয়ের জীবনে না পরে। প্রথম ৩ বছর আদিরার কোনো ফটোই কার্যত সামনে আসেনি। তবে এখন ভাইরাল হওয়া বেশ কয়েকটি ছবিতে তাকে মায়ের সাথে দেখা গেছে।

এই প্রথম ক্যামেরার সামনে এলো রানী মুখার্জির মেয়ে, আদিরার কিউটনেসের কাছে হার মানবে যে কোনো স্টার কিড

একবার এয়ারপোর্টে Paparazzi-র জোরাজুরিতে রানী ক্যামেরার সামনে পোজ দেন। সাথে তার ৩ বছরের মেয়ে ছিলেন। তবে তিনি অনুরোধ করেন তার মেয়ের ফটো না তুলতে, তারা তোলেননি। তবে আদিরার বর্তমান ফটো দেখলে বোঝাই যাবে যে অন্যান্য স্টার কিডদের থেকে অনেকটাই সুন্দর সে। ঐশ্বর্য-অভিষেকের মেয়ে আরাধ্যা, সইফ-করিনার ছেলে তৈমুর সবার থেকে রানী মুখার্জীর মেয়ে আদিরা চোপড়া নেটিজেনদের কাছে অনেকটাই এগিয়ে আছেন।