×
Entertainment

Rani-Abhishek: মত ছিল না জয়ার! রানী-অভিষেকের বিয়ে ঠিক হয়েও ভেঙে গিয়েছিল এই কারণে

Rani Mukherjee-Abhishek Bachchan : বলিউড (Bollywood) জগৎ মানেই নাম, যশ, খ্যাতিতে ভরপুর। এই জগৎ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। আর এই জগতের একটি বড় জায়গা জুড়ে আছে বচ্চন পরিবার। তাদের নিয়ে আশা করি নতুন করে বলার কিছু নেই। সিনেমা জগতে তাদের যে পরিমাণ নাম তা নিয়েই তারা বারংবার উঠে আসেন সংবাদের শিরোনামে। এই বলিউড জগতেরই প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী হলেন রানী মুখার্জি (Rani Mukherjee)

Rani-Abhishek: মত ছিল না জয়ার! রানী-অভিষেকের বিয়ে ঠিক হয়েও ভেঙে গিয়েছিল এই কারণে -

ভাবছেন তো হঠাৎ করে বচ্চন পরিবারের সঙ্গে রানী মুখার্জির (Rani Mukherjee) নাম কেন জোড়া হলো? আসলে কম বেশি সকলেরই জানা যে বচ্চন পরিবারের পুত্রবধূ হওয়ার কথা ছিল রানী মুখার্জির। এমনকি অভিষেক-রানীর সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়িয়েছিল। কিন্তু অবশেষে তা ভেঙে যায়। কিন্তু কেন এই সম্পর্ক ভেঙে যায় তা জানেন কি? চলুন আজ জেনে নেওয়া যাক সেই কারনই। রানী ও অভিষেক (RaniAbhishek)-এর সম্পর্ক ভাঙার পেছনে হাত ছিল জয়া বচ্চনের।

Rani-Abhishek: মত ছিল না জয়ার! রানী-অভিষেকের বিয়ে ঠিক হয়েও ভেঙে গিয়েছিল এই কারণে -

আজ্ঞে হ্যাঁ ঠিকই শুনেছেন। জয়া বচ্চনই (Jaya Bachchan) এই সম্পর্ক ভেঙে দেয় বলে শোনা যায়। প্রথমে সকলে এই সম্পর্কতে রাজি থাকলেও পরে জয়া আপত্তি জানান। আর তার কারণ হল রানী মুখার্জি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)-এর সঙ্গে একটি সিনেমায় অভিনয় করেছিলেন। যেখানে তাদেরকে রোমান্টিক ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছিল। সেক্ষেত্রে রানী বচ্চন পরিবারের বউ হলে এই প্রসঙ্গ টেনে অনেকেই অনেক রকমের কুমন্তব্য করবে বলে ধারণা ছিল জোয়ার। যা বচ্চন পরিবারের জন্য সম্মানজনক হতো না।

Rani-Abhishek: মত ছিল না জয়ার! রানী-অভিষেকের বিয়ে ঠিক হয়েও ভেঙে গিয়েছিল এই কারণে -

আর ঠিক এই কারণেই জয়া বচ্চন চাননি রানী মুখার্জি বচ্চন পরিবারের বউ হয়ে আসুক। যদিও এই নিয়ে পরবর্তীকালে কারোর মধ্যেই কোনো রকম ক্ষোভ নেই। এখন অভিষেক (Abhishek Bachchan) ঐশ্বর্য্কে নিয়ে আর রানী আদিত্য চোপড়াকে নিয়ে সুখে সংসার করছেন।