রানী চ্যাটার্জির হট মুভসে নিয়ন্ত্রণ হারালেন খেসারি লাল যাদব, ভিডিও দেখে উত্তেজিত দর্শকরা

Bhojpuri Romance Video: ‛Mauka Pe Laabh La’গানে বিছানার উপর চরম রোম্যান্সে মেতেছেন খেসারি লাল যাদব ও রানী চ্যাটার্জি (Rani Chatterjee)। ভোজপুরি ইন্ডাস্ট্রির সুপারস্টার খেসারি লাল যাদব (Khesari Lal Yadav)। তার যেকোনো গানই সোশ্যাল মিডিয়ায় আলাদা রকমের ক্রেজ তৈরি করে। আর তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলা, হিন্দি গান যতটা জনপ্রিয় হয়ে উঠেছে চারিদিকে তেমনই এই ভোজপুরী গান গুলিও ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে।
বহু পুরোনো ভোজপুরী গান নতুন করে ভাইরাল (Viral) হচ্ছে নেটমাধ্যমে। আর তাতে এমন কিছু কিছু দৃশ্য উঠে আসছে যা দেখে ভক্তদের মনে চড়ছে উষ্ণতার পারদ। সম্প্রতি তেমনই ভোজপুরি ইন্ডাস্ট্রির সুপারস্টার খেসারি লাল যাদব (Khesari Lal Yadav) ও অভিনেত্রী রানী চ্যাটার্জির একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। যা দেখে রীতিমতোন ঘাম ঝরছে সকলের। ভিডিওতে (Video) দুজনকে চরম রোম্যান্সে মাততে দেখা গিয়েছে।
ভাইরাল (Viral) ওই ভিডিওর (Video) শুরুতেই দেখা গিয়েছে যে, ফাঁকা ঘরের মধ্যে বিছানার উপর শুয়ে রয়েছে রানী ও খেসারি। তার পরণে রয়েছে কালো রঙের শর্ট ড্রেস। আর ওদিকে খেসারির (Khesari Lal Yadav) পরণে রয়েছে টি-শার্ট। বিছানার উপর তারা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন। এরপর আবার রানীকে আবারও একটি শর্ট ড্রেসে দেখা যাচ্ছে। রোম্যান্সের সঙ্গেই তাদের নাচতে দেখা যায়।
‛World Wide Records Bhojpuri’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে। ৭ বছর আগের পুরোনো এই ভিডিওটি ইতিমধ্যেই ৪ লাখের বেশি মানুষ দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন ১ হাজারের বেশি মানুষ। অনেকেই আবার কমেন্টও করেছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল খেসারি ও রানীর (Khesari Lal Yadav-Rani Chatterjee) এই নাচের ভিডিও (Video)।