×
EntertainmentVideoViral Video

‘সুপার হট’ রানী চ্যাটার্জির সঙ্গে ভরপুর রোমান্সে লিপ্ত খেসারি লাল যাদব, ভিডিও দেখে ঘাম ছুটেছে দর্শকদের

Bhojpuri Romance Video: ইউটিউবে ভোজপুরি গান অথবা সিনেমা ব্যাপকভাবে হিট হয়। নিরহুয়া, খেসারি লাল যাদব, পবন সিংহের মতো অভিনেতারা এই ইন্ডাস্ট্রির নাম উজ্জ্বল করে তুলেছে। শুধু অভিনয় কিন্তু না তারা গান, নাচ, রোমান্স ও অ্যাকশন সব কিছুতেই নম্বর ১। যেমন খেসারি লাল যাদবের (Khesari Lal Yadav) সাথে অনেক সিনেমায় কাজ করেছেন অভিনেত্রী রানী চ্যাটার্জী (Rani Chatterjee)। দর্শকদের কাছে এই জুটি কার্যত ব্যাপক নামকরা। প্রায়শই তাদের ঘাম ঝরানো রোমান্টিক গান ভাইরাল হয়। তেমনই আবারো তাদের একটা দুর্দান্ত গান ভাইরাল হয়েছে। ভোজপুরি ‘জানাম’ (Jaanam) সিনেমার রোমান্টিক গান ‘মাউকা কে লাভ লা পাজা মে ডাব লা’।

‘সুপার হট' রানী চ্যাটার্জির সঙ্গে ভরপুর রোমান্সে লিপ্ত খেসারি লাল যাদব, ভিডিও দেখে ঘাম ছুটেছে দর্শকদের -

গানটা গেয়েছেন খেসারি লাল যাদব ও ইন্দু সোনালী। গানটি দুস্টু-মিষ্টি খুঁনসুটি ও রোমান্স ভরপুর। গানের শুরুতে খেসারি সামনে রানী তার শরীর দুলিয়ে নাচ শুরু করলো। ছোট পোশাকে রানী চ্যাটার্জী যেন আগুন ঝরিয়েছে। বন্ধ ঘরের মধ্যে দুজন রোমান্স মত্ত হলেন। সাথেই তার শরীরী ললনা ও দুর্দান্ত এক্সপ্রেশন যেন সব বাঁধন ভেঙে দিয়েছে। সম্পূর্ণ রসে ভরপুর এই ভিডিওটি কার্যত ‘Big Star Bhojpuri’ নামের ইউটিউব চ্যানেল থেকে ৫ বছর আগে আপলোড করা হয়েছিল এই ভিডিও। এখনও পর্যন্ত ৪ কোটি ভিউস ছাড়িয়ে গেছে।

তার সাথেই ৭৪ হাজার লাইক ও প্রচুর কমেন্ট এসেছে নেটিজেনদের। আর বেশিরভাগ মানুষ ভিডিওতে নায়িকা রানী চ্যাটার্জীর হট মুভসের প্রশংসা করেছেন। তার নাচ ও জবরদস্ত হট এক্সপ্রেশনের মাধ্যমে সবার মন জয় করে নিয়েছে সে অনায়েসেই। নায়িকা আবারো যে নিজেকে সবার সামনে প্রমান করলেন তা বলার অপেক্ষা রাখে না। আপনিও দেখুন এই ভিডিওটি নিশ্চয়ই ভালো লাগবে এমন একটা দুর্দান্ত রোমান্টিক ভিডিও।