Bhojpuri Song : ঘরের ভিতর রানীর সাথে উদ্দাম রোমান্স খেসারি লাল যাদবের, ভাইরাল ভিডিও

Bhojpuri Song : অভিনেত্রী রানী চ্যাটার্জী (Rani Chatterjee) -কে বিয়ে করেছেন ভোজপুরি অভিনেতা খেসারি লাল যাদব (Khesari Lal Yadav)। না বাস্তবে নয় বরং সিনেমাতেও কিন্তু রিয়েল জুটির থেকে কোনো অংশে পিছিয়ে নেই। ভোজপুরী (Bhojpuri Song) সিনেমার গান সবসময়ই ভাইরাল (Viral) হয় যে কারণে দর্শকরা খুবই পছন্দ করেন। এবারও এই জুটির বিখ্যাত সিনেমার ঘাম ঝরানো একটি গান হয়ে উঠেছে চরম ভাইরাল। ভোজপুরি ‘জনম’ (Jaanam) সিনেমার ‘পাটার পাটার পিয়াওয়া কে’ (Patar Patar Piyawa Ke) গানের মাধ্যমে দেখা গেছে ব্যাপক একটি নাচ।
যেখানে ভিডিওর শুরুতেই এক থালা ফল সমেত খেসারির সামনে হাজির হলো রানী। শরীরে যেন তাঁর অনায়েসেই তখন আগুন দৌড়াচ্ছে। সেই আগুনে খেসারিকে পুড়িয়ে ছাই করে দিলেন অভিনেত্রী তা বলার অপেক্ষা রাখে না। এবার শুরু হলো নায়িকার লাস্যময়ী নাচ যা দেখলে শরীর ঘাম ছাড়তে বাধ্য আপনার। রানীর পরনে শাড়ি (Saree) ও ব্লাউজ তবে তাঁর মাঝেও উষ্ণতা আছে।
পেট ও নাভি সম্পূর্ণ উন্মুক্ত যা দর্শকদের বাড়তি পাওনা এই ভিডিওতে। খেসারি একসময় কার্যত রানীর শরীরে চুম্বনের ঝড় তুলেছিলেন। রানী ও ছেড়ে দেওয়ার পাত্র নন। খেসারিকে শক্ত করে নিজের কাছে রেখে দিয়েছিলেন। ভিডিও দেখলে বুঝতেই পারবেন পৃথিবীর সব ভুলে কার্যত এই উষ্ণ খেলায় দেদার মত্ত হয়েছিলেন দুজনে।
Watch Full Bhojpuri Song
‘WWR Hamar Bhojpuriya‘ নামের ইউটিউব (Youtube) চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। ৬ বছরের মধ্যে ৯.৬ কোটি ভিউজ ছাড়িয়ে গেছে। বেশিরভাগ মানুষ কার্যত রানীর শরীরী জেল্লার প্রশংসায় মেতেছেন। এই গানটি গেয়েছিলেন খেসারি লাল নিজে ও গায়িকা কল্পনা (Kalpana)।
View this post on Instagram