×
Entertainment

Sourav Ganguly Biopic: জল্পনার অবসান! বায়োপিকে সৌরভের ভূমিকায় রনবীর কাপুর, উত্তেজিত ভক্তরা

Sourav Ganguly Biopic: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক তিনি। পাশাপাশি বিনোদনের মঞ্চেও তিনি দেখিয়েছেন তার দক্ষতা। কার কথা বলছি বুঝতে পারছেন? হ্যাঁ তিনি হলেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। বর্তমানে ক্রিকেট প্রেমী দর্শকরা সকলেই বেশ উৎসাহী সৌরভের বায়োপিক নিয়ে। কিন্তু দাদার চরিত্রে কে অভিনয় করবেন সেই নিয়ে চলছিল জল্পনা। তবে, অবশেষে হল জল্পনার অবসান।

Sourav Ganguly Biopic: জল্পনার অবসান! বায়োপিকে সৌরভের ভূমিকায় রনবীর কাপুর, উত্তেজিত ভক্তরা -

সৌরভ গাঙ্গুলির বায়োপিকে তার চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। তেমনটাই জানা গিয়েছে এক জনপ্রিয় সংবাদমাধ্যমের তরফ থেকে। এমনকি এও শোনা যাচ্ছে যে, খুব শীঘ্রই নাকি রণবীর কলকাতায় আসবেন। ইডেন গার্ডেন্স থেকে শুরু করে বরিশা ক্লাব, মোহনবাগান ক্লাব, সৌরভের বাড়ি তিনি সবটাই ঘুরে দেখবেন। আসলে এইসব জায়গাগুলির সঙ্গে সৌরভ জড়িত ওতোপ্রোত ভাবে।

Sourav Ganguly Biopic: জল্পনার অবসান! বায়োপিকে সৌরভের ভূমিকায় রনবীর কাপুর, উত্তেজিত ভক্তরা -

আসলে সৌরভ মানেই খেলার মাঠে অ্যাগ্রেসিভ, তেমনই আবার বাইরে হাসিখুশি একটি মুখ। তার চোখে যেমন লড়াই, তেমনই আবার হাসিমুখে সবটা সামলে নেন। আর সেটার সবটাই ফুটিয়ে তুলতে হবে সিনেমার পর্দায়। প্রথম দিকে রণবীর কাপুরের ডেট পাওয়া যাচ্ছিল না। যারফলে শ্যুটিং পিছিয়ে যাচ্ছিল। আর তারপর প্রযোজকরা তার ডেট পান।

Sourav Ganguly Biopic: জল্পনার অবসান! বায়োপিকে সৌরভের ভূমিকায় রনবীর কাপুর, উত্তেজিত ভক্তরা -

এর আগেও রণবীর সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনয় করেছিল। এই নিয়ে তিনি দ্বিতীয়বারের জন্য কোনো বায়োপিকে অভিনয় করতে চলেছেন। এখন শুধু সৌরভ অনুরাগীরা হলে ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন।