হট ড্রেসে হিন্দি গানে তুমুল নাচলেন রনবীর কাপুর, ট্রোলের ঝড় সোশ্যাল মিডিয়ায়
রেহায় পেল না রণবীর কাপুরও। নেটিজেনরা এইবার জেন্ডার চেঞ্জ করে দিলেন রনবীর সিংয়ের পর রণবীর কাপুরের। দীপিকার স্বামীর পর দীপিকার প্রাক্তন প্রেমিককে নিয়ে করলেন হাসির খোরাক নেটিজেনরা। কত কত মেয়ের ক্রাশ পরিবর্তিত হয়ে গেল ছেলেদের ক্রাশে।
ছেলে থেকে মেয়ে আবার মেয়ে থেকে ছেলে হওয়া এখন কোনো ব্যাপারই না। ট্রান্সজেন্ডার দের কথা বলছি না। এর জন্য আপনাকে জেন্ডার চেঞ্জ করতে হবে না। সহজেই চুটকিতেই আপনি হয়ে যেতে পারবেন ছেলে থেকে মেয়ে বা মেয়ে থেকে ছেলে। শুধু ফোন টা হাতে নিয়ে একটু বদমাইশি করলেই হলো।
সম্প্রতি এমনই বদমাইশি করা হয়েছিল বলিউড অভিনেতা রণবীর সিংয়ের সাথে। তামান্না ভাটের বডির উপর জুড়ে দেওয়া হয়েছিল তাঁর মুখ। এইবার করা হল শিলা ভার্সাস সঞ্জু অর্থাৎ ক্যাটরিনা কাইফের শরীরে জুড়ে দেওয়া হল রণবীর কাপুরের মুখ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে সালমান খান ও ক্যাটরিনা কাইফের স্বাগ সে করেঙ্গে সবকা স্বাগত গানের একটু দৃশ্য। আর সেই দৃশ্যে ক্যাটরিনা কাইফের পরিবর্তে দেখা যাচ্ছে রণবীর রণবীর কাপুরকে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওটি। রণবীর কাপুরকে ট্রোল করার উদ্দেশ্যেই বানানো হয়েছে ভিডিওটি। দেখে মনে হচ্ছে reface app দিয়ে ভিডিওটিতে ক্যাটরিনা কাইফের বডিতে রণবীর কাপুরের মুখ জুড়ে দেওয়া হয়েছে।