রণবীরের সাথে একের পর এক সেলফি নিতে ব্যস্ত যুবক, রেগে ফোন ছুড়ে ফেলে দিলেন অভিনেতা, ভাইরাল ভিডিও

বর্তমানে বলিউডে ‘বয়কট’ ট্রেন্ড চলছে। যার ফলে বেশ ভালো করেই কিছু সিনেমার মধ্যে তার প্রকোপ পড়ছে। বিগ বাজেট সিনেমা ‘ব্রাহ্মস্ত্র’ (Brahmastra) ঠিক বয়কট ট্রেন্ডের মধ্যেই রিলিজ করেছিল। তবে তর্ক-বিতর্ক মিলিয়ে বেশ ভালোই ফল করেছিল বক্স অফিসে। সিনেমার নায়ক রণবীর কাপুর (Ranbir Kapoor) আবারো কার্যত ব্যাপক ভাইরাল হয়েছেন বর্তমানে তার বিতর্কিত কার্যকলাপের জন্য।
যেখানে এক ফ্যানের হাত থেকে ফোন নিয়ে তাঁকে ছুঁড়ে ফেলে দিতে দেখা গেল। ভাইরাল ভিডিওটি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক চর্চা। ভিডিওতে দেখা গেল রণবীর ও এক যুবক দাঁড়িয়ে আছেন। আর সেই যুবক বারংবার রণবীরের সাথে একটি পারফেক্ট সেলফি তোলার চেষ্টা করছেন।
তবে বহুবার ছবি তোলার পরেও যেন পারফেক্ট হচ্ছে না তার কাছে ফটো। আর সাথে সাথেই রণবীর রেগে গিয়ে সেই যুবকের হাত থেকে ফোনটি নিয়ে পিছনে ছুঁড়ে ফেলে দেয়। কয়েক সেকেন্ডের এই ভিডিও হয়ে উঠেছে ব্যাপক ভাইরাল। তবে আপনাদের জানিয়ে রাখি কমেন্টের মধ্যে দিয়েই কিন্তু জানা গেছে এই ভিডিওর আসল কারণ।
Shocking 😱 Ranbir Kapoor THROWS Fan's Phone for annoying him for a Selfie.#RanbirKapoor pic.twitter.com/dPEymejxRv
— $@M (@SAMTHEBESTEST_) January 27, 2023
একজন বলেছেন -‘এটা একটা ফোন কোম্পানির প্রমোশন করার ভিডিও’। তবে কোন কোম্পানির ফোন বা এই ভিডিওর সত্যতা সম্পর্কে জানা সম্ভব হয়নি। অনেকেই আবার রণবীর কাপুরের এহেন অহংকারের সমালোচনায় মত্ত হয়েছেন। লক্ষ লক্ষ ভিউজ ছাড়িয়ে গেছে এই ভিডিওতে। এর আগেও সেলিব্রেটিদের এই ধরণের আচরণ দেখেছে নেটবাসী।