‘ব্যাড টেস্ট’! উরফির ফ্যাশন সেন্স নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর

‛ব্যাড টেস্ট’! উরফির ফ্যাশান সেন্স প্রসঙ্গে এমনই মত রণবীর কাপুরের (Ranbir Kapoor)। ‛তু ঝুটি ম্যায় মক্কার’-র প্রচারে কোনোভাবেই খামতি রাখছেন না অভিনেতা। যদিও বেশিরভাগ সময়ে মেয়ে রাহা ও বউ আলিয়াকে নিয়ে অনেক কথা বলছেন। সম্প্রতি রণবীর হাজির হয়েছিলেন করিনা কাপুরের টক শো ‛হোয়াইট উইমেন ওয়ান্ট’-এ। আর সেখানে খোলামেলা মনে আড্ডা দেন অভিনেতা। তখনই উঠে আসে উরফির প্রসঙ্গ।
করিনা তার শোতে রণবীরকে কিছু মুখ ছাড়া মহিলার ছবি ও তাদের স্টাইলিং দেখিয়ে নাম গেস করতে বলেছিলেন। আর সেখানে রণবীর উরফির ছবি দেখে বলেন যে, ‛এটা কি Uorfi-র ছবি? এই ধরনের ফ্যাশনের সঙ্গে আমি খুব একটা অভ্যস্ত নই। তবে আজকাল আমরা যে দুনিয়ায় বাস করছি তাতে নিজে স্বাচ্ছন্দ্যবোধ করলেই হল’।
এরপরই করিনা তুতো ভাইকে থামিয়ে বলেন যে, ‛ভালো না খারাপ’? তাতে রণবীর জবাব দেন যে, ‛খারাপ’। ‘বিগ বস’- র (Big Boss) ঘর থেকেই উরফির পরিচিতি পাওয়ার শুরু। এছাড়াও তিনি একজন টেলিভিশন অভিনেত্রীও বটে। নিজের উপর লাইম লাইট কিভাবে ধরে রাখতে হয় তা বেশ ভালোই জানেন উরফি। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। প্রায়শই কিছু না কিছু কান্ড ঘটিয়ে চমকে দেন নেটিজেনদের।
বলা ভালো এখন ইন্টারনেট সেনসেশন হলেন উরফি (Urfi Javed)। তার অদ্ভুত ফ্যাশন দেখে অনেক সময় ভিরমি খান মানুষজন। এমনকি এই কারণে তাকে ট্রোলডও হতে হয়। কিন্তু তাতে কুচ পরোয়া নেই উরফির। সম্প্রতি উরফিকে নিয়ে রণবীরের এই মন্তব্যই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।