চুপিসারে বাগনান সেরে ফেললেন রনবীর-আলিয়া, জল্পনা তুঙ্গে বলিপাড়ায়

বলিউডের জনপ্রিয় দুই প্রথম সারির অভিনেতা ও অভিনেত্রীদের মধ্যে একজন হলেন রণবীর কাপুর ও অন্যজন হলেন আলিয়া ভাট। বলিউডের জগতে তাঁদের বেশ নাম ও খ্যাতিও রয়েছে। অভিনয় দিয়ে তাঁরা জয় করে নিয়েছে সকলের মন। রণবীর কাপুর হলেন বিখ্যাত অভিনেতা ঋষি কাপুরের ছেলে। আর আলিয়া ভাট হলেন বিখ্যাত পরিচালক মহেশ ভাটের মেয়ে।
জানা গিয়েছে বাবা ঋষি কাপুরের মৃত্যুর পর রণবীর কাপুর বিয়ের কথা ভাবছেন না। কাপুর পরিবার এবং ভাট পরিবার রণবীর ও অলিয়ায় বিয়ে নিয়ে সমস্ত কথা পাকাপোক্ত করে ফেললেও এই মুহূর্তে সাত পাকে বাঁধা পড়ছেন না এই প্রথম সারির তারকা জুটি।
তবে, সম্প্রতি গুঞ্জন আসছে আলিয়া ভাট ও রণবীর কাপুর বাগদান পর্ব সেরে ফেলেছেন। ঘনিষ্ঠদের হাজিরায় চলে আংটিবদল অনুষ্ঠান পর্ব। বি টাউন জুড়ে এখন শুধুই সেই নিয়েই শোরগোল। তবে, এই নিয়ে রণবীর কাপুর খোলসা করে কিছুই বলেননি।
জানা যাচ্ছে যে, রণথম্ভোরের আমন হোটেলে এই মুহূর্তে রয়েছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। এমনকি সেখানেই তাঁরা আংটি বদল সারবেন বলে খবর। এই হোটেলেই রয়েছেন নীতু কাপুর, রিদ্ধিমা কাপুররা। পাশাপাশি উপস্থিত হয়েছেন রণবীরের প্রাক্তন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। আপাতত রণবীর ও আলিয়ার আংটিবদল অনুষ্ঠান নিয়ে জোর শোরগোল পড়েছে নেটদুনিয়ায়।