×
Entertainment

Brahmastra: বয়কট করেও লাভ হল না! সঞ্জুর রেকর্ড ভেঙে দিল ‘ব্রহ্মাস্ত্র’, প্রথম দিনেই ঘরে তুলেছে এত কোটি টাকা!

মুক্তি পেয়েই তুমুল সাফল্যের মুখে রণবীর-আলিয়ার ‛ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)! ছুটির দিন ছাড়া মুক্তি পেয়েও প্রথম দিনে এই ছবি আয় করলো ৩৫-৩৬ কোটি টাকা। যা রণবীরের সঞ্জুর রেকর্ডও পার করে দিয়েছে। হিন্দি, তামিল, তেলেগু, কানাড়া ও মালায়ালাম সহ ৫ ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। আর তা এখন সাফল্যের পথে।

Brahmastra: বয়কট করেও লাভ হল না! সঞ্জুর রেকর্ড ভেঙে দিল ‘ব্রহ্মাস্ত্র', প্রথম দিনেই ঘরে তুলেছে এত কোটি টাকা! -

দক্ষিণী সিনেমার কোপ ও বয়কট ট্রেন্ডের চক্করে বলিউড সিনেমা থেকে রীতিমতো মুখ ফেরাচ্ছেন মানুষজন। আর সেখানে দাঁড়িয়ে রণবীর (Ranbir) ও আলিয়া ভাট (Alia Bhatt) অভিনীত ‛ব্রহ্মাস্ত্র’ রীতিমতো হইচই ফেলে দিয়েছে। শুরু থেকেই এই ছবিকে ঘিরে আলোচনার শেষ ছিল না। আর সেই জায়গায় দাঁড়িয়ে এই ছবির সাফল্য এক আলাদাই খুশি এনে দিয়েছে হিন্দি ছবির জন্য। এই বছরের সবচেয়ে চর্চিত সিনেমা হল ‛ব্রহ্মাস্ত্র’।

Brahmastra: বয়কট করেও লাভ হল না! সঞ্জুর রেকর্ড ভেঙে দিল ‘ব্রহ্মাস্ত্র', প্রথম দিনেই ঘরে তুলেছে এত কোটি টাকা! -

এই ছবি তৈরিতে খরচ পড়েছে ৪১০ কোটি টাকা। আর তাই ছবি নিয়ে বেশ ভয়েই ছিলেন গোটা টিম। এমনকি প্রি বুকিং নিয়ে কোনোরকম আশাবাদী ছিলেন না রণবীর। কিন্তু অবশেষে দেখা গেল প্রি বুকিংয়েই হয়েছে বাজিমাত। বৃহস্পতিবার অগ্রিম টিকিট বুকিং অবধি এই ছবি ব্যবসা করেছিল ১৯ কোটির। এরপর শুক্র,শনি ও রবিবার মিলিয়ে এই ছবির বুকিং হয়েছে ৬০ কোটি টাকারও বেশি।

Brahmastra: বয়কট করেও লাভ হল না! সঞ্জুর রেকর্ড ভেঙে দিল ‘ব্রহ্মাস্ত্র', প্রথম দিনেই ঘরে তুলেছে এত কোটি টাকা! -

এই মুহূর্তে বক্সঅফিসইন্ডিয়া.কম র (Boxofficeindia.com) রিপোর্ট অনুযায়ী সব ভাষা মিলিয়ে ‛ব্রহ্মাস্ত্র’ ৩৫-৩৬ কোটি টাকার ব্যবসা করেছে প্রথম দিন। শুধুমাত্র হিন্দি ভার্সনই আয় করেছে ৩২-৩৩ কোটি টাকা। এমনকি আশা করা হচ্ছে শনি ও রবিবার মিলিয়ে বিশ্বব্যাপী এই সিনেমা ১০০ কোটি টাকার ব্যবসা করবে। এই ছবি নিয়ে বাণিজ্যিক বিশ্লেষক কোমল নাহাটা বলেছিলেন যে, ‛ব্রহ্মাস্ত্র’ র শুরুটা বড়সড় হতে চলেছে। ছবি বয়কটের মৃত্যু এই ছবির হাত ধরেই। আর সেকথা যে পুরোপুরি মিলে গিয়েছে তা বলাই যায়। তাহলে দেরি কিসের আপনিও দেখে ফেলুন রণবীর ও আলিয়া অভিনীত ছবি ‛ব্রহ্মাস্ত্র’।