রুক্মিণীর পর ন্যাড়া মাথায় হাতে রুদ্রাক্ষ নিয়ে ‘নটী বিনোদিনীর’ লুকে নজর কাড়লেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

ন্যাড়া মাথা, হাতে রুদ্রাক্ষের মালা, গলায় তুলসীর মালা, কপালে আঁকা চন্দন ও পরণে গেরুয়া বসন। ভাইরাল চৈতন্য প্রেমে মগ্ন ‛বিনোদিনী’ ওরফে প্রিয়াঙ্কার নতুন লুক। ইতিমধ্যেই ‛বিনোদিনী’-র চরিত্রে রুক্মিণীর লুক দেখেছেন ভক্তরা। আর যা নিয়ে দিনকয়েক আগে অভিনেত্রী শ্রীলেখা মিত্র কটাক্ষও করেছিলেন। বলেছিলেন যে, বিনোদিনীর চরিত্রে রুক্মিণীকে একেবারে মানায়নি।
View this post on Instagram
তাহলে কি রুক্মিণীকে বাদ দিয়ে প্রিয়াঙ্কাকে (Priyanka Sarcar) নতুন করে বিনোদিনীর চরিত্রে নেওয়া হল? আরে না মশাই তেমনটা নয়। এই ছবির নাম ‛লহ গৌরাঙ্গের নাম’। এটি বিনোদিনীর বায়োপিক নয়, তবে ছবির গুরুত্বপূর্ণ অংশ জুড়ে থাকবে গিরিশ দাস ও বিনোদিনী দাসীর গল্প। এদিন রানা সরকার প্রিয়াঙ্কার লুক শেয়ার করেছেন। পাশাপাশি দিয়েছেন ছবি সংক্রান্ত কিছু জরুরি আপডেট।
View this post on Instagram
প্রিয়াঙ্কার লুক শেয়ার করে রানা সরকার লিখেছেন যে, ‛নটী বিনোদিনীর চরিত্রে প্রিয়াঙ্কা সরকার…না, নটী বিনোদিনী নিয়ে আরেকটা সিনেমা নয়, সৃজিত মুখার্জির ঘোষিত সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে একটি গুরুত্বপূর্ন অংশ গিরিশ ঘোষ ও বিনোদিনী দাসীর গল্প, কিভাবে শ্রীচৈতন্য প্রভাবিত করেছিল এদের দুজনকে সেই গল্প, বিশদে এখনই বলা যাবে না’।
এমনকি তিনি আরও বলেছেন যে, ‛লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমাটির চিত্রনাট্য সৃজিত মুখার্জির লেখা কিন্তু সৃজিত ছবিটি পরিচালনা করছে না, কে পরিচালনা করবে সেখানেও চমক আছে অপেক্ষা করুন জানানো হবে। আপাতত প্রিয়াঙ্কার লুক প্রকাশ করছি যাতে অনেক নটী বিনোদিনীর মধ্যে আমাদের কাস্টিং হারিয়ে না যায়’। এমনকি এই ছবি প্রসঙ্গে প্রযোজক রানা জানিয়েছেন যে, ‛কোনও প্রতিযোগিতা নেই। তুলনা টানার মতো কোন ব্যাপার নেই। দুটো ছবি আলাদা। চাইব মানুষ দুটোই দেখুক’।
এই ছবিতে গিরিশ ঘোষের ভূমিকায় অভিনয় করছেন ব্রাত্য বসু, শ্রীচৈতন্য দেবের চরিত্রে থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়। বিশেষ চরিত্রে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে।