Entertainment

Rakul Preet Singh: মাইনাস ১৫ ডিগ্রিতে বিকিনি পরে যা করলেন রাকুল প্রীত, দেখে তাজ্জব নেটবাসী

Advertisement
Advertisements

মাত্র মাইনাস ১৫ ডিগ্রি তাপমাত্রায় বরফ জলে ডুব দিলেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। বলিউড (Bollywood) চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন রাকুল প্রীত সিং (Rakul Preet Singh)। বলিউড ছাড়াও তাকে তামিল, কর্ণাটক ছবিতে কাজ করতে দেখা যায়। ২০০৯ সালে কর্ণাটক ছবি ‘গিন্নি’ দিয়ে প্রথম চলচিত্র জগতের পথ চলা শুরু করেন। এরপর ২০১৪ সালে তিনি ‘ইয়ারিয়া’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন।

 

View this post on Instagram

 

A post shared by Rakul Singh (@rakulpreet)

আর তারপর থেকেই একের পর এক কাজ দিয়ে বলিউডে (Bollywood) নিজের জায়গা তৈরি করে নেয়। নিজের কাজের খাতিরেই তিনি দর্শকদের কাছে এতটা জনপ্রিয় হয়ে উঠেছেন। সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ভিডিও (Video)। যেখানে তাকে তুষার ঢাকা পাহাড়ের মধ্যে মাঝে বরফ জলে ডুব দিতে দেখা যাচ্ছে। তার পরণে রয়েছে নীল রঙের বিকিনি। পনিটেল করে বাঁধা চুল। পোশাকের মধ্যে থেকে স্পষ্ট বক্ষখাঁজ।

পুরোপুরি নো মেকআপ লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। আসলে এটি একপ্রকার মেডিক্যাল থেরাপি (Medical Therapy)। এটির নাম ক্রিওথেরাপি। আর এই থেরাপিই হয় কম তাপমাত্রায়। মূলত এই ক্রিওথেরাপি বিভিন্ন ধরণের ক্ষতের জন্য ব্যবহার করা হয়। এই ক্ষতের জন্য আপনি বরফের প্যাক দেওয়া থেকে শুরু করে বরফ জলে স্নান করা এমনকি কোল্ড চেম্বার ব্যবহার বিভিন্ন ধরণের চিকিৎসা গ্রহণ করতে পারেন।

 

View this post on Instagram

 

A post shared by Rakul Singh (@rakulpreet)

আগামীদিনে রাকুলকে (Rakul Preet Singh) ‛ইন্ডিয়ান 2′ সিনেমায় দেখা যাবে। তাকে শেষ দেখা গিয়েছিল ‛ছত্রিওয়ালি’ সিনেমায়। ছবিতে একজন কন্ডোম টেস্টারের (Condom Teaster) ভূমিকায় তাকে দেখা গিয়েছিল। ছবিটি পরিচালনা করেছিলেন রনি ক্রুওয়ালা। এই সিনেমা সম্পর্কে রাকুল প্রীত সিং বলেছেন যে, ‛ছত্রিওয়ালি’ দর্শকদের কাছ থেকে যে অসাধারণ সাড়া পেয়েছে তাতে আমি সত্যিই অভিভূত। এটি আমার জন্য বিশেষ একটি ছবি।

 

View this post on Instagram

 

A post shared by Rakul Singh (@rakulpreet)

এমনকি অভিনেত্রী আরও বলেছিলেন যে, এই ছবিটির মাধ্যমে তিনি এমন সমস্যাগুলির সমাধান করার সুযোগ পেয়েছেন যেগুলি সম্পর্কে সাধারণত কথা বলা হয় না। সবমিলিয়ে রাকুলের (Rakul Preet Singh) কেরিয়ার গ্রাফ এখন উর্ধমুখী।