Entertainment

Rakhi Sawant: পোশাক তুলে গোপন জায়গার ‘ট্যাটু’ দেখালেন রাখি সাওয়ান্ত, নিন্দার ঝড় নেটদুনিয়ায়

Advertisement
Advertisements

গোপন ‛ট্যাটু’ দেখিয়ে ফের একবার সংবাদের শিরোনামে রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। তবে, রাখির এই কান্ড দেখে নিন্দের ঝড় নেটমাধ্যমে। বলিউড জগতের জনপ্রিয় একজন অভিনেত্রী তথা মডেল ও নৃত্যশিল্পী হিসেবে রাখী সাওয়ান্তকে কেই না চেনেন। নিজের অভিনয় ও নাচের দক্ষতার জেরেই বলিউডে (Bollywood) পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন। মূলত বলিউডে রাখী ‘ড্রামা কুইন’ হিসেবেই বেশি পরিচিত।

Rakhi Sawant: পোশাক তুলে গোপন জায়গার ‘ট্যাটু' দেখালেন রাখি সাওয়ান্ত, নিন্দার ঝড় নেটদুনিয়ায়

এই বয়সে এসেও তাঁর রূপে ঘায়েল হাজারো এক পুরুষ। তবে, জানেন কি রাখীর এই সফলতার পিছনে কত দুঃখের কাহিনী রয়েছে। কিন্তু রাখী (Rakhi Sawant) অনেক পরিস্থিতিতে পড়েও একেবারেই হার মানেননি। মাঝে মধ্যেই কোনো না কোনো কান্ড ঘটিয়ে উঠে আসেন সংবাদের শিরোনামে। তবে, এবার রাখির কান্ড দেখে চোটে লাল নেটিজেনদের একাংশ। কিন্তু কি এমন করেছেন রাখি?

সম্প্রতি সোমবার সকালে কালো টি শার্ট ও নীল রঙের ট্র্যাক প্যান্টে মুম্বাইয়ের রাস্তায় দেখা মিলেছিল রাখির (Rakhi Sawant)। আর সেখানেই পাপারাজ্জিদের মুখোমুখি হয়ে প্রথমে কিছুক্ষণ চুল নিয়ে তাকে রং-ঢং করতে দেখা যায়। এমনকি বলেন যে, তিনি ইচ্ছেধারী নাগিন। এই চুলই তার অস্ত্র। এরপরই হঠাৎ করে প্যান্ট নামিয়ে টি-শার্ট উঁচিয়ে কোমরের খাঁজের নিচের অংশে থাকা পিস্তলের ট্যাটু বের করে সকলকে দেখান।

 

View this post on Instagram

 

A post shared by MovieMate Media (@moviematemedia)

এমনকি বলেন যে, ‛উরফির ওখানে বন্দুক, আমার এখানে’। কিছুদিন আগেই উরফিকে (Urfi Javed) স্তনের উপর পিস্তলের স্টিকার লাগিয়ে প্রকাশ্যে আসতে দেখা গিয়েছিল। এবার রাখি (Rakhi Sawant) যেন সেই কথা আবারও মনে করিয়ে দিলেন। এদিন খালি পিস্তলের ছবি দেখানোই নয়, পাপারাজ্জিদের অনুরোধে ফায়ার করার ঢঙে কোমর নাচিয়ে মুখ থেকে আওয়াজও বের করেন রাখি।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

এরপর রাখির (Rakhi Sawant) এই ভিডিও (Video) প্রকাশ্যে আসামাত্রই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛জেল থেকে বেরিয়ে আদিল তোকে এই বন্দুক দিয়েই গুলি করবে’। আবার কেউ লিখেছেন ‛একে কেউ ডাক্তার দেখাও’। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) রাখির এই ভিডিও (Video)।