×
EntertainmentViral Video

‘আদিল আমার নগ্ন ভিডিও বিক্রি করেছে’, স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক রাখি সাওয়ান্ত

গত ২৯ সে জানুয়ারি রাখি সাওয়ান্তের মা গত হয়েছিলেন। আর কয়েক দিন যেতে না যেতেই কার্যত তার দাম্পত্য কলহ চরমে উঠলো। দ্বিতীয় স্বামী আদিল খান দুরানির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা, চুরি, মারধর, বিকৃত যৌনাচারের মতো একাধিক ধারায় মামলা করেছেন রাখি নিজেই। আর ওশিওয়াড়ার থানার পুলিশ আদিলকে গ্রেফতার করেছে আগেই। বুধবার আদালতে তোলা হলে আদিলকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

বিভিন্ন ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশ আদিলকে ভ্যান থেকে নামিয়ে আদালত চত্বরে দৌড়ে নিয়ে ঢুকে গেল। অন্যদিকে আদালতের বাইরে দাঁড়িয়েই রাখি মিডিয়ার ক্যামেরার সামনে জানিয়েছেন, “আদিল আমাকে ঠকিয়েছে, ওর কখনই জামিন পাওয়া উচিত নয়। আমি নিজে আদালতে এসে হাজির হয়েছি। আমার মেডিক্যাল পরীক্ষা হয়েছে, আমি প্রমাণ জমা দিয়েছি। আদিল আমার উপর অকথ্য অত্যাচার করেছে, আমার থেকে ওটিপি নিয়ে সব পয়সা নিয়ে নিয়েছে।”

রাখির নগ্ন ভিডিও শুট করে মোটা টাকার বিনিময়ে সেসব বিক্রি করতো আদিল বলে জানিয়েছেন রাখি। শুধু তাই নয় তনু চান্দেল নামে একজনের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন আদিল, সেই অভিযোগও করেছেন রাখি। ২০২২ সালে দুজনে একসাথে একটি বিজনেস একাউন্ট খুলেছিলেন। তবে ঐ বছরেই জুন মাস নাগাদ সেই একাউন্ট থেকে নতুন গাড়ি কেনার জন্য ১.৫ কোটি টাকা তুলে নেয়। পরে যদিও সেই টাকা ফেরত চাইলে আজ পর্যন্ত একটা টাকাও ফেরত পাননি তিনি।

মিডিয়ার প্রশ্নের উত্তর দিতে গিয়ে এদিন কান্নায় ভেঙে পরেন রাখি। তিনি বলেন, “আমি একটা জীবন্ত লাশ হয়ে গেছি। আমি একটুও খুশি নয় আদিল জেলে গেছে বলে। কী জন্য খুশি হব? আমি তো ভালোবেসে ওকে বিয়ে করেছিলাম সংসার করব বলে, মা হতে চয়েছিলাম। কিন্তু আট মাস ধরে আমি যা সহ্য করেছি তা ভাষায় প্রকাশ করতে পারব না”। এই জঘন্য কাজ প্রমাণিত হলে কি শাস্তি হবে আদিলের তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেশবাসী।