‘অস্ত্রপ্রচার হওয়া সত্বেও জোর করে শারীরিক মিলনে বাধ্য করেছে আদিল’, বিস্ফোরক রাখি সাওয়ান্ত

গত ২৯ সে জানুয়ারি রাখি সাওয়ান্তের মা গত হয়েছিলেন। আর দিন কয়েক যেতে না যেতেই কার্যত তার দাম্পত্য কলহ চরমে উঠেছিল দ্বিতীয় স্বামী আদিল খান দুরানির সাথে। বর্তমানে রাখির করা গার্হস্থ্য হিংসা, চুরি, মারধর, বিকৃত যৌনাচারের অভিযোগে মুম্বইয়ের আর্থার রোড জেলে বন্দি রাখি সাওয়ান্তের দ্বিতীয় স্বামী আদিল। তবে সত্যি কি গর্ভবতী হয়েছিলেন রাখি? আদিল ও রাখি কি তাঁদের প্রথম সন্তানকে পৃথিবীর আলো দেখাতে চলেছিলেন? তবে হঠাৎ কিভাবে গর্ভপাত হলো রাখির? এসব প্রশ্নর উত্তর নিয়ে প্রথমবারের জন্য মুখ খুলেছেন রাখি।
সম্প্রতি স্বামীর সঙ্গে জেলে দেখা করতেও যান রাখি। জেল থেকে বেরিয়ে নিজেই এবার গর্ভপাত হবার বিষয়ে আলোকপাত করেন। ঠিক কীভাবে গর্ভপাত হয়, সে কথাই প্রকাশ্যে আনলেন রাখি। তিনি বলেছেন,’সেই সময় সদ্য আমার একটা অস্ত্রোপচার হয়েছিল। সেকারণে ডাক্তারবাবুরা বার বার নিষেধ করে দিয়েছিলেন কোনোরকম শারীরিক সম্পর্ক না করতে। সবটা জেনেও আদিল আমার কোনো কথা শোনেনি। আমাকে জোর করে মিলনে বাধ্য করেছিল। অস্ত্রোপচারের ১০ দিনের মাথায় ঘনিষ্ঠ হন।”
সেইসময় অন্তঃসত্ত্বা হলে প্রাণসংশয় হতে পারে বলেও জানিয়েছিলেন ডাক্তার বাবুরা। আর সত্যি করেই রাখি অন্ত:সত্ত্বা হয়ে পরেন। ‘বিগ বস মরাঠি’ ঘরে থাকাকালীন রাখি সেটা জানতে পারেন। সে কথা যদিও রাখির কেউ বিশ্বাস করেননি সেই সময়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে গর্ভের সন্তান নষ্ট হয়ে যায় তাঁর সেই নিয়েও মুখ খুলেছেন রাখি।
আগেই রাখি বলেছিলেন ১.৫ কোটি টাকা আদিল মিথ্যা বলে তাঁর ব্যাংক একাউন্ট থেকে তুলে নিয়েছিলেন। শুধু তাই নয় রাখির কথায়, তাঁর নগ্ন ভিডিও শুট করে মোটা টাকার বিনিময়ে সেসব বিক্রি করতো আদিল। তনু চান্দেল নামে একজনের সঙ্গেও পরকীয়ায় জড়িয়েছিলেন আদিল। এইসব জঘন্য কাজ প্রমাণিত হলে কি শাস্তি হবে আদিলের তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেশবাসী।