Rakhi Sawant: মাঝ রাস্তায় বয়ফ্রেন্ডের সঙ্গে উদ্দাম রোমান্সে মেতে রাখি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

বলিউড জগতের জনপ্রিয় একজন অভিনেত্রী তথা মডেল ও নৃত্যশিল্পী হিসেবে রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)-কে কেই না চেনে। নিজের অভিনয় ও নাচের দক্ষতার জেরেই বলিউডে (Bollywood) পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন তিনি। মূলত বলিউডে রাখি ড্রামা কুইন হিসেবেই বেশি পরিচিত। এই বয়সে এসেও তাঁর রূপে ঘায়েল হাজারো এক পুরুষ। হিন্দি ছবির পাশাপাশি মারাঠি, তেলেগু, তামিল ছবিতেও অভিনয় করেছেন রাখী। বরাবরই কোনো না কোনো কারণ নিয়ে সংবাদের শিরোনামে উঠে আসেন রাখি।
View this post on Instagram
আর এবারেও তার অন্যথা হয়নি। বেশ কিছুদিন যাবৎ ধরে নতুন প্রেমিক ও তার সঙ্গে সম্পর্ক নিয়ে সংবাদের শিরোনামে রয়েছেন রাখি (Rakhi Sawant)। আর এবার প্রেমিক আদিলের সঙ্গে রাখির নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে। সামনে আসা ওই ভিডিও গুলিতে রাখি এবং আদিলের দুর্দান্ত স্টাইল এবং দুর্দান্ত বন্ডিং দেখা গিয়েছে। প্রথম ভিডিওতে তাদের দুজনকেই একে অপরের সঙ্গে প্রচুর মজা ও রোম্যান্স করতে দেখা গিয়েছে।
View this post on Instagram
ভিডিওতে (Video) ছাতা হাতে রাখিকে পোজ দিতে দেখা গেছে। কিন্তু হঠাৎ করে এতটাই হওয়া আসে যে রাখি ছাতা এবং নিজেকে সামলাতে পারেনা। গাড়ির উপর পড়ে যায়। এরপরই আদিলকে দেখা যায় রাখিকে তুলতে। পাশাপাশি আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে যেখানে রাখি ও আদিলকে ‛ঝুঁকেগা নেহি শালা’ গানে নাচতে দেখা যাচ্ছে। তাদের দুজনের কেমিস্ট্রি বেশ নজর কেড়েছে সকলের। তাদের দুজনের পরণেই রয়েছে ক্যাজুয়াল পোশাক।
View this post on Instagram
প্রসঙ্গত, রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)
বরাবরই তার বিতর্কিত বক্তব্যের জন্য জন্য শিরোনামে থাকেন। ‛বিগ বস ১৫’ তে তিনি তার স্বামী রিতেশ সিং কে সামনে এনেছিলেন। কিন্তু তারপর যে তাদের বিচ্ছেদ হয়েছে সেটা রাখি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন। বর্তমানে রাখি তার নতুন প্রেমিককে নিয়ে চর্চায় রয়েছেন।