×
Entertainment

রাজসী ভার্মার নতুন ঘাম ঝরানো ওয়েব সিরিজ ‘Call Boy’, পরিবারের সামনে ভুলেও দেখবেন না

Web Series: অল্প কিছু দিনের মধ্যেই লাড্ডু (Laddoo) অ্যাপ অ্যাডাল্ট সিরিজের ক্ষেত্রে বিশেষ নাম করেছে। একের পর এক ঘাম ঝরানো সিরিজ কিন্তু প্রতিনিয়ত রিলিজ হচ্ছে সেখানে। তার মধ্যেই নতুন সিরিজ রিলিজ করে দিলো নির্মাতারা। সিরিজের নাম ‘কল বয় (Call Boy)। সিরিজের নাম শুনেই আন্দাজ করা যাবে কি ধরণের সিন থাকবে। ইউটিউবের মাধ্যমে ট্রেলার সামনে এসেছিল আগেই। সেখান থেকেই দেখা সম্ভব হচ্ছে যে ঠিক কতটা উষ্ণতা দায়ক ও ঘাম ঝরানো হতে চলেছে এই সিরিজ। সিরিজের মুখ্য চরিত্রে থাকবেন অ্যাডাল্ট ওয়েব সিরিজের পরিচিত মুখ রাজসী ভার্মা (Rajsi Verma) ও রেখা মোনা সরকার (Rekha Mona Sarkar)।

গল্প অনুযায়ী কুনাল নামের একটি ছেলে আছে। যে শানায়া নামের একটি মেয়েকে খুব ভালোবাসে। কিন্তু তার কাছে কোনো কাজ না থাকার জন্য সে বিয়ে করতে পারছে না। যে কোনো ইন্টারভিউতে সে ফেল করেছে। কিন্তু একসময় তার মোবাইলে একটি মেসেজ আসে -‘উপভোগ ও ইনকাম’। কি করবে কুনাল? এই কাজ কি করবে সে?

তা যদিও আপনারা দেখতে পাবেন এই সিরিজের মধ্যে দিয়ে। গত ১০ই অগাস্ট সিরিজটি রিলিজ হয়ে গেছে লাড্ডু অ্যাপের মাধ্যমে। সম্পূর্ণ হিন্দি ভাষায় রিলিজ করেছে যা অনায়েসেই দেখতে পারবেন আপনারা। রাজসী ও রেখা দুজনেই কার্যত লজ্জার সব বাধ ভেঙে দিয়েছে। তার আগে অতি অবশ্যই অ্যাপের সাবস্ক্রিপশন নিতে ভুলবেন না যেন। তবে বাড়িতে এই সিরিজ দেখার সময় মনে রাখবেন বাচ্চাদের সামনে কিন্তু ভুলেও দেখবেন না এই সিরিজ।

উল্লেখ্য এই কন্টেন্ট শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য।