Web Series: রাজসী ভার্মার সবথেকে সাহসী ওয়েব সিরিজ, ভুলেও পরিবারের সামনে দেখবেন না

সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে ভাইরাল হয়েছে অভিনেত্রী রাজসী ভর্মা-র একটি ওয়েব সিরিজ। রাজসী ভর্মা (Rajsi Verma) মানেই যৌনতায় পরিপূর্ন সিন থাকবেই। যার কিছু দৃশ্য রীতিমতো ঘুম কেড়ে নিয়েছে নেটিজেনদের। উল্লু, প্রাইম শট, কোকু মতো সিরিজ গুলি সবসময়ই উষ্ণতায় পরিপূর্ণ। এখন কার্যত সিনেমা বাদ দিয়ে নতুন এই সিরিজ গুলিতে ডুবে আছেন সকলে।
তেমনই কোকুর (Kooku) ঘাম ঝরানো সিরিজ ‘গুলাব জামুন’ (Gulab Jamun)। ২০২২ সালের ৮ মে কোকু তে রিলিজ হয়েছে। রাজসী ভার্মা প্রতিবারের মতো এবারো কার্যত সব বাঁধ ভেঙে দিয়েছে। সিরিজের গল্প সম্পূর্ণ নতুনত্ব ও যৌনতায় ঠাসা। নিশ্চয়ই জানতে খুবই আগ্রহী আপনি সিরিজের গল্প। এক ধরনের ওষুধ আছে যা শারীরিক মিলনের ক্ষমতা অনেকগুণ বাড়িয়ে দেয়।
যার নাম লাভ পোশন। এটি গুলাব জামুনের সঙ্গে মিশিয়ে খাইয়ে শারীরিক সম্পর্ক করা যায়। রাজসী ভার্মাকেও সেই গুলাব জামুন খাইয়ে সম্পর্কে লিপ্ত করা হয়েছে। কিন্তু জানা জানি হলে কি হবে? তার জন্য আপনাদের অবশ্যই দেখতে হবে এই সিরিজটি। কিন্তু তার আগে অবশ্যই সাবস্ক্রিপশন নিতে হবে।
নির্দিষ্ট টাকা দিলেই একমাত্র আপনি এই সিরিজ দেখতে পাবেন। ওয়েব সিরিজে লজ্জার কোনও সীমা নেই। সেই কারণেই ভুল করেও এই ওয়েব সিরিজ পরিবারের সঙ্গে দেখবেন না। হিন্দি ভাষার এই সিরিজ দেখলে আপনার ঘাম ঝরবেই তা বলার অপেক্ষা রাখে না।