সেলিব্রেটি হয়েও নেই অহংকার, Eco Park-এ সাইকেল চালানোর পাশাপাশি ফ্যানদের সঙ্গে সেলফি নিলেন রাজা-মধুবনী
ছেলে কেশবকে নিয়ে ইকোপার্কে ঘুরে বেড়াচ্ছেন রাজা ও মধুবনী।

সেলিব্রেটি হয়েও নেই কোনো অহংকার। সাধারণ মানুষের মতোই ইকোপার্কে গিয়ে ছেলে কেশবকে নিয়ে সাইকেল চালালো রাজা-মধুবনী। টেলিভিশনের জনপ্রিয় তারকা জুটি হলেন মধুবনী গোস্বামী (Madhubani Goswami) ও রাজা গোস্বামী (Raja Goswami)। তাদের নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। টেলি পাড়ার খুবই পরিচিত মুখ তারা দুজনেই।
একসময় স্টার জলসার পর্দায় জনপ্রিয় ধারাবাহিক ‘ভালোবাসা ডট কম’ সিরিয়াল দিয়েই তাদের জুটি হিসেবে পেয়েছিলেন ভক্তরা। এরপর সিরিয়াল করতে করতেই একে অপরের প্রেমের বন্ধনে আবদ্ধ হন। তারপর ২০১৬ সালে রিল লাইফ জুটি পরিণত হয় রিয়েল লাইফ জুটিতে। সাতপাকে বাঁধা পড়েন তাঁরা।
২০২১ সালের ১০ এপ্রিল রাজা ও মধুবনীর (Madhubani Goswami) কোল আলো করে আসে তাঁদের সন্তান কেশব। আপাতত রাজা (Raja Goswami) শ্যুটিং করলেও মধুবনী সেই জগৎ থেকে সরেই রয়েছেন। সে এখন পুরোদমে সংসারী মানুষ। সন্তান ও সংসার নিয়ে তাঁর দিব্যি দিন কাটছে। এমনকি তার একটি পার্লারও রয়েছে। সব কিছুর পাশাপাশি রাজা-মধুবনীর (Raja- Madhubani) রয়েছে একটি ইউটিউব চ্যানেলও (Youtube Channel)। যেখানে তাঁরা মাঝে মধ্যেই নিজেদের জীবনের নানান মুহুর্ত তুলে ধরেন।
সম্প্রতি এই ভিডিওর মাধ্যমে আবার একবার দর্শকদের কাছে এলেন এই জুটি। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে, ছেলে কেশবকে নিয়ে ইকোপার্কে ঘুরে বেড়াচ্ছেন রাজা ও মধুবনী। অভিনেত্রীর কথায় তারা যে এভাবে কেশবকে নিয়ে সাইকেলে করে ঘুরতে পারবেন তা তাদের ধারণার বাইরে ছিল। তারা ছোট্ট কেশবকে নিয়ে পুরো ইকোপার্ক ঘুরলেন। এমনকি ফাটিয়ে মজাও করলেন।
তবে, এখানেই কিন্তু শেষ নয়। ফ্যানেদের সঙ্গেও তাদের দেখা হয়। আর সেই সময় তারা পালিয়ে না গিয়ে বরং তাদের সময় দিলেন। আর এই ভিডিও তারা শেয়ার করেছেন নিজেদের ইউটিউব চ্যানেলে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই আবারও একবার নেটিজেনদের প্রশংসা কুড়ালেন এই তারকা জুটি।