Yuvaan: ছোট থেকেই ট্যালেন্টেড ইউভান, দুর্দান্ত সন্তুর বাজিয়ে সকলকে চমকে দিল রাজশ্রী পুত্র, রইলো ভিডিও

রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর (Subhashree Ganguly) ছেলে ইউভান চক্রবর্তীর (Yuvaan Chakraborty) বয়স মাত্র ১৮ মাস। কিন্তু তার মধ্যেই ইউভান সম্পূর্ণ ক্ষুদে সেলিব্রেটি হয়ে উঠেছে। আয়েদিন মা শুভশ্রী ও বাবা রাজ চক্রবর্তীর সোশ্যাল মিডিয়ার (Social Media) পেজে ইউভানের ফুটবল খেলার ভিডিও কিংবা দাদুর ফটো কোলে নিয়ে তাকে চেনা এসব কিছু দেখা গেছে। তবে সম্প্রতি ইউভানকে দেখা গেল এক মিউজিশিয়ানের ভূমিকায়।
View this post on Instagram
রাজ তার ইনস্টাগ্রামের (Instagram) একটি ভিডিও আপলোড করেছেন। যেখানে ক্ষুদে ইউভানকে প্রথমবারের জন্য সন্তর (Santoor) বাজাতে দেখা গেল। আসলে রাজ-শুভশ্রী ও ইউভান রাজস্থান ঘুরতে গেছে। তাদের সাথে কিছু পরিবার ও বন্ধুবান্ধবও গেছে ঘুরতে। সেখানেই এক রেস্টুরেন্টে দেখা গেল ইউভানকে সন্তর বাজাতে। সন্তর বাদক তাকে প্রথমে দুটি হাত ধরিয়ে বাজিয়ে দেখালেন।
View this post on Instagram
তারপরে ইউভানকে নিজের থেকেই সন্তর বাজাতে দেখা গেল। পাশে বসে থাকা তবলা বাদককেও কার্যত ক্ষুদে ইউভান বাজানোর নির্দেশ দিলেন। সাথে সাথেই তবলা বাদক ও ইউভানের বাজানো সন্তরের সাহায্যে এক নতুন সুর পাওয়া গেল। রাজ ক্যাপশনে লিখেছেন -‘ইউভানের মুখে হাসি ধরছে না কারণ ও নিজের নতুন উৎসাহকে আবিস্কার করতে পেরেছে।’
View this post on Instagram
ভিডিওটি ইতিমধ্যেই ১ লক্ষ ১৬ হাজার ভিউস ছাড়িয়ে গেছে। মা শুভশ্রী গাঙ্গুলী, সায়ন্তিকা ব্যানার্জী (Sayantika Banerjee), দর্শনা বণিক (Darshana Banik), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) প্রায় সবাই প্রশংসা করেছেন। তার সাথেই প্রচুর সাধারণ মানুষের ভালোবাসায় পূর্ণ কমেন্ট তো আছেই। তাহলে আপনিও চটপট দেখুন ছোট্ট ইউভানের এই ভিডিওটি।