×
EntertainmentTrending

ভাইয়ের সাথে খুনসুটিতে মত্ত দিদি, মুহূর্তে ভাইরাল রাজপুত্র ইউভানের ছবি

পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর পুত্র ইউভান। তার বয়স আড়াই মাসের কাছাকাছি। মাত্র আড়াই বছর বয়সেই সে স্টার কিড। ইউভানের বাবা এবং মা তার প্রতিটি মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সোশ্যাল মিডিয়ার সকলেই তার মিষ্টি ছবি দেখার জন্য আগ্রহী থাকে। শুভশ্রী ইউভানের নানান মুহূর্তের ছবি পোস্ট করেছেন। যেমন ছেলের পাঞ্জাবি পড়ে অঞ্জলি দেওয়ার ছবি, তার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ার ছবি আবার তার কোলে চেপে নিজের আবাসন ঘুরে দেখার ছবি।

রাজ চক্রবর্তী ও নানা ছবি পোস্ট করেন যেমন ইউভান তাকে লাথি মারলে তিনি ইউভানের সাথে খুনসুটি করছেন সেই ছবি, কখনোবা দুর্গাপুজোয় ছেলের সাথে ঠাকুর দেখতে যাওয়ার ছবি। তাদের ছোটখাটো আনন্দের মুহূর্তগুলো তারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকে।

ADVERTISEMENT

পরিবারের অন্যান্য সদস্যদের মতোই তার পিসততো দিদি সৃষ্টি পান্ডেও তার খুব কাছের একজন। দুজনে দুজনকে খুব ভালোবাসে। তাই সময় পেলেই সে দিদির সাথে খেলা করে এবং দিদির আদর খায়। সৃষ্টি পান্ডে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলী কে নিজের বাবা-মায়ের মতো ভালোবাসেন। তাই সময় পেলেই তার ভাইয়ের কাছে ছুটে চলে আসে। এমনকি শুভশ্রী গাঙ্গুলী এবং রাজ চক্রবর্তী ও তাকে নিজের মেয়ের মত স্নেহ করে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটি ইউভান এবং তার দিদির। সৃষ্টি পান্ডে তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। ছবিটিতে দেখা যায় শীতের সকালে ইউভান লাল-সাদা বেবি টি শার্ট ও হাতে সাদা গ্লাভস পড়ে রয়েছে। এবং তার মাথা ভর্তি তেল। বিছানায় উপুড় হয়েশুয়ে সে দিদির দিকে তাকিয়ে আছে। দিদি ও তার দিকে তাকিয়ে রয়েছে। ছবিটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। বোন এবং ভাই এর এমন মধুর সম্পর্ক দেখে সকলেই মুগ্ধ।

ADVERTISEMENT

Related Articles