শঙ্খ বাজাচ্ছে রাজ-শুভশ্রীর পুত্র! ছোট্ট ইউভানের দক্ষতা দেখে অবাক নেটবাসী, ভাইরাল ভিডিও

বয়স মাত্র আড়াই বছর। আর এই বয়সেই দুর্দান্ত শঙ্খ বাজাচ্ছে রাজ পুত্র ইউভান (Yuvaan Chakraborty)! ভিডিও দেখে প্রশংসার বন্যায় ভরালেন নেটিজেনরা। টলিপাড়ার স্টার কিড (Star Kid) হলেন ইউভান। শুধু বাবা-মা নয় নেটিজেনদেরও বড্ড আদরের সে। আর হবে নাইবা কেন? তার মিষ্টি আদুরে আচরণে মুগ্ধ হয় সকলেই। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর শুভশ্রীর (Subhashree Ganguly) কোল আলো করে আসে তার প্রথম সন্তান। আর তারপর থেকেই তার জনপ্রিয়তার শুরু।
View this post on Instagram
এই বয়সের তার নামে যে কটা ফ্যান ক্লাব তৈরি হয়ে গেছে তার কোনো হিসেব নেই। তাঁর নানান কীর্তিকলাপের ছবি ও ভিডিও রাজ (Raj Chakraborty) অথবা শুভশ্রী (Subhashree Ganguly) মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করেন। এমনকি সকলে রীতিমতো মুখিয়েও থাকেন ছোট্ট সিম্বার দুস্টুমি দেখার জন্য। রাজ-শুভশ্রী (Raj-Subhashree) কেউই ইউভানকে বিশেষ প্রয়োজন ছাড়া কাছ ছাড়া করেননা। সবসময়ই তাঁকে হাসি, আনন্দ, মজা, আদর দিয়ে ভরিয়ে রেখেছেন।
View this post on Instagram
আর এবার সেই ইউভানেরই (Yuvaan Chakraborty) নতুন এক কীর্তি ভাইরাল হল নেটমাধ্যমে। ভিডিওটি একটি ফ্যান ক্লাবের তরফ থেকে শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে, একেবারে বড়দের মতোন শঙ্খ বাজাচ্ছে ইউভান। আর যা দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন মা শুভশ্রী। আর বিষয়টিতে বেশ মজাও পাচ্ছে ছোট্ট খুদে। ছেলের এই কান্ড দেখে হাসির পাশাপাশি শুভশ্রীকে আনন্দের সহিত এও বলতে শোনা যাচ্ছে যে, ‛আমি কোনোদিনও বাজাতে পারলাম না’।
View this post on Instagram
যথারীতি ভিডিও (Video) ভাইরাল (Viral) হতেই একেরপর এক প্রশংসার বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। এক জনপ্রিয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শুভশ্রী জানিয়েছেন যে, তিনি জানেন কখন তাকে ইউভানের (Yuvaan Chakraborty) কাছে থাকতে হবে। এমনকি ইউভানও যে, খুব অ্যাডজাস্ট করে সেকথাও জানিয়েছেন মা শুভশ্রী। তবে, মাকে পেলে আর কাউকে চাই না তার। সবমিলিয়ে ইউভানের এই ভিডিও (Video) ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে।