×
EntertainmentTrending

মাত্র ২ মাস বয়সে কথা বলছে রাজপুত্র ইউভান, বেজায় খুশি মা শুভশ্রী

টলিউডের একজন জনপ্রিয় নায়িকা হলেন শুভশ্রী। আমরা সকলেই জানি যে শুভশ্রী গাঙ্গুলী রাজ চক্রবর্তীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন । কয়েক মাস আগে শুভশ্রী পুত্র সন্তানের জন্ম দেন। নাম রাখেন ইউভান। ইউভানের জন্ম হয় 12 ই সেপ্টেম্বর কলকাতার বেসরকারি একটি হাসপাতালে।

একমাস আগে হাসপাতাল থেকে বাড়ি আসে ইউভান। আর এখন নাকি সে কথা বলতে পারছে। হ্যাঁ! এটা বিশ্বাসযোগ্য না। তবে এটা সত্যি যে ইউভান মাঝে মাঝে কথা বলছে।

ADVERTISEMENT

জন্মাবার সাথে সাথেই ইউভান সোশ্যাল মিডিয়ায় বেশ বিখ্যাত। তার সম্পর্কে করা প্রতিটা পোস্ট ই খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। কারিনা কাপুর এবং সাইফ আলী খানের পুত্র তৈমুরের মতো ইউভানও বাচ্চা সেলিব্রিটি। রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলীর ফ্যানেরা ইউভানকে দেখার জন্য অপেক্ষা করে থাকে। সে এই বছর দুর্গা পূজো এবং কালীপুজো দেখেছে প্রথমবার। কিন্তু ভাবতে অবাক লাগছে যে সে এখন কথা বলতে শিখে গেছে। দিদির সাথে নাকি সে গল্প করে।

ইউভানের দিদি সৃষ্টি পান্ডে। সম্প্রতি শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে ইউভান আর তার দিদি সৃষ্টি পান্ডে দুজনায় বিছানায় শুয়ে রয়েছে। ইউভান এক দৃষ্টিতে তার দিদির দিকে তাকিয়ে নানা আওয়াজ বের করে দিদির সাথে গল্প করছে। মাত্র কয়েক মাস বয়সেই সে মুখ থেকে আওয়াজ বের করতে পারছে এই ঘটনায় সকলেই মুগ্ধ। সকলের মতে ইউভান হলো রাজপুত্র।

রাজ-শুভশ্রীর পুত্র ইউভান এখন সোশ্যাল মিডিয়াকে মাতিয়ে রেখেছে। সকলেই তাকে দেখতে খুব পছন্দ করে। সকলেই ছোট্ট ইউভানের দীর্ঘায়ু কামনা করে।

ADVERTISEMENT

Related Articles