×
EntertainmentTrending

মায়ের কোলে পুঁচকে ছেলে, একরত্তি ইউভানের তিন মাসের জন্মদিনে খুবই খুশি রাজ-শুভশ্রী

নেটিজেনদের কথায় কি তবে ঠিক? ইউভান হয়ে উঠছে টলিউডের তৈমুর! আর এর জন্য কি প্রত্যক্ষভাবে দায়ী তাঁর সেলিব্রিটি বাবা মা ই! শুভশ্রীর গর্ভবতী হওয়ার খবর জানাজানি হওয়ার পর থেকেই একটা গুঞ্জন উঠে ছিল যে টলিউডের মোস্ট পপুলার স্টার কিডসের জায়গা নিতে চলেছে রাজ ও শুভশ্রীর সন্তান। কারণ তাদের সন্তান এই পৃথিবীতে আসার আগে থেকেই সেলিব্রিটি হয়ে গেছে বলতে পারেন। তাঁকে নিয়ে মানুষের আগ্রহ এবং খবরের শিরোনামই তার প্রমাণ।

তবে মানুষের এই যে বাড়াবাড়ি এবং ঘুম থেকে ওঠার খবরও শিরোনাম হওয়ার পেছনে কি কোনোভাবে রাজ ও শুভশ্রীরই অবদান রয়েছে! তাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই দেখা গিয়েছিল ইউভানের ফেসবুক পেজ। তখন রাজ চক্রবর্তী প্রার্থনার সুরেই বলেছিলেন যে ইউভান অনেক ছোট, এখনই এসব করবেন না।

ADVERTISEMENT

এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় রাজকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে যে, যদি তাই হয় তাহলে আপনি সোশ্যাল মিডিয়ায় ইউভানের ছবি গুলো কেন পোস্ট করলেন? আপনি পোস্ট না করলে কেউ ছবি পেতো না আর এসব করার সুযোগও হতো না। মূলত নেটিজেনদের মতে ইউভান কে নিয়ে প্রতিটি পদক্ষেপের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় আপডেট দিয়ে প্রত্যক্ষভাবে ছেলেকে জনপ্রিয় করে তুলছে তারাই।

প্রসঙ্গত রাজ চক্রবর্তী নিজের ইনস্টাগ্রাম একাউন্টে একটি ছবি পোস্ট করলেন সম্প্রতি। ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রী শুভশ্রীর কোলে তাদের ভালোবাসার চিহ্ন এবং বর্তমানের মোস্ট পপুলার স্টার কিড ইউভান। রাজ এবং শুভশ্রীর ৩ মাসের মা ও বাবা হওয়ার আনন্দেই এই পোস্ট তা ক্যাপশনে জানিয়েছেন স্বয়ং রাজ নিজেই। একইসাথে ইউভানও যে তিনমাসের হয়ে গেলো দেখতে দেখতে তাও বুঝিয়েছেন উহ্যভাবে।

ADVERTISEMENT

Related Articles