×
EntertainmentTrending

ক্রিসমাসে নতুন লুকে একরত্তি ইউভান, ছেলের সাথে আদরমাখা মূহুর্ত কাটাচ্ছেন রাজ-শুভশ্রী

২০২০ কে পুরোপুরিভাবে বিষ সাল বলে দাবি করেছেন নেটিজেনরা। বিষ সালের শেষ দেখার অপেক্ষায় রয়েছে সবাই। সেই অপেক্ষার অবসান হতে চলেছে খুব শীঘ্রই। চারিদিকে শোকের ছায়া কিন্তু তাও নতুন বছর শুরুর থেকেও এই অভিশপ্ত বছর শেষের আনন্দটাই বেশি করে হচ্ছে সবার মনে।

এই বিষ সালের কোনো উৎসবেরই সেই অর্থে মজা নিতে পারেনি কেউ। তাই খ্রিস্টানদের উৎসব আমাদের কথায় যা বড়দিন তার আনন্দে মেতে উঠেছে সবাই। আলোকসজ্জায় সেজে উঠেছে মহানগরী, কিছু কিছু জায়গায় ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ এর পুতুল বেলুন এসব দিয়েও সুন্দর করে সাজানো হয়েছে ক্রিসমাস সেলিব্রেশন উপলক্ষ্যে।

ADVERTISEMENT

সবার ঘর সেজে উঠেছে আলোয়। তা তারকা ও তাঁদের ছেলে মেয়েরায় বা বাদ যাবে কেন। প্রতিটি তারকা মেতে উঠেছেন ক্রিসমাসের আনন্দে। সেই আনন্দ তাঁরা ভাগ করে নিয়েছেন তাঁদের অনুরাগীদের সঙ্গে। সবাই নিজেদের ক্রিসমাস সেলিব্রেশনের ফটো ও ভিডিও শেয়ার করেছেন নিজের নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

আর বড়দিনের এই অনুষ্ঠান বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই আনন্দের। আর টলিউডের রাজা রাজ চক্রবর্তীর ঘরে সম্প্রতি এসেছেন এক খুদে অতিথি। তাঁর আবার এটি প্রথম ক্রিসমাস। তাই এটি আরও স্পেশাল ক্রিসমাস। আজ সকালে রাজ চক্রবর্তী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁর ছেলে ইউভানের ছবি পোস্ট ছেলের হয়ে সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়েছেন। এবং এরই সাথে জানিয়েছেন যে ছোট্ট ইউভাণ রেডী ক্রিসমাসের জন্য। ছবিতে দেখা যাচ্ছে ইউভান একটি সাদা রঙের ফুল স্লিভ শার্ট পরে আছে আর নীচে কালো রঙের স্যুট। তাঁকে দেখতে খুবই মিষ্টি লাগছে।

ADVERTISEMENT

Related Articles