×
Entertainment

কখনও জড়িয়ে ধরে আলিঙ্গন, কখনও চুমু, ডলফিনের সঙ্গে জলকেলি রাজ-শুভশ্রী-ইউভানের, ভাইরাল ছবি

Raj-Subhashree-Yuvaan Play With Dolphin এই মুহূর্তে ছেলেকে নিয়ে বিদেশ ভ্রমনে রাজ-শুভশ্রী (Raj-Subhashree)। টলিপাড়ার জনপ্রিয় তারকা দম্পতি হলেন তারা। একজন তার পরিচালনা ও সাম্প্রতিক কালে জনগণের সেবার মাধ্যমে বেশি করে মানুষের মনজয় করে নিয়েছেন। অন্যদিকে শুভশ্রী একের পর এক ছবিতে কাজ করে মনে জায়গা করেছেন সকলের। দুজনেই নিজের নিজের কেরিয়ারে বেশ ব্যস্ত। তবে, তার মাঝেও সময় করে ঘুরতে যেতে একেবারেই ভোলেননা তারা।

ক্ষনিকের বিরতি নিয়ে দেশ ছেড়ে বিদেশের মাটিতে উড়ে গেলেন রাজ -শুভশ্রী সহ তাদের একমাত্র পুত্র ইউভান। আমেরিকার মাটিতে চুটিয়ে উপভোগ করছেন ছুটির কয়েকটা দিন। ফেরার পথে ঘুরছেন জ্যামাইকা। আর সেখান থেকে একের পর এক ছবি ও ভিডিও শেয়ার করেছেন রাজ (Raj Chakraborty)। কখনও সপরিবারে সমুদ্রের জলে জলকেলিতে ব্যস্ত আবার কখনও ইউভানের তার নতুন বন্ধুকে কিস করার ভিডিও ভাইরাল হচ্ছে নেট মাধ্যমে।

 

View this post on Instagram

 

A post shared by Raj Chakrabarty 🇮🇳 (@rajchoco)

তবে, এবার বিদেশের মাটিতে তাদের সঙ্গী হল ডলফিন। আর সেই ছবি রাজ নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে তুলে ধরেছেন। কখনও ডলফিনকে জড়িয়ে ধরে, কখনও তাকে চুমু দিয়ে আবার কখনও তার গায়ে চেপে বসে একের পর এক পোজে ছবি তুলেছেন পরিচালক তথা সাংসদ। ডলফিনের সঙ্গে একপ্রকার জলকেলিতে মেতেছেন রাজ।

কখনও জড়িয়ে ধরে আলিঙ্গন, কখনও চুমু, ডলফিনের সঙ্গে জলকেলি রাজ-শুভশ্রী-ইউভানের, ভাইরাল ছবি -

এর পাশাপাশি রাজ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও কয়েকটি ছবি শেয়ার করেছেন। যেখানে ইউভানকে (Yuvaan) কোলে নিয়ে ডলফিনের সঙ্গে খেলতে দেখা যাচ্ছে শুভশ্রীকে। এমনিতেই বিদেশের মাটিতে ছুটির কয়েকটা দিন চুটিয়ে উপভোগ করছেন তারকা দম্পতি। সঙ্গে ডলফিনের সঙ্গে খেলায় মেতে ওঠা আনন্দ যেন আরও কয়েকগুণ বাড়িয়ে তুলেছে।