×
EntertainmentTrending

ইউভানের জন্মের পর নতুন হেয়ার স্টাইল, স্ত্রী শুভশ্রীকে আদরে ভরিয়ে দিলেন রাজ!

রাজ চক্রবর্তী পরিচালিত মুভি পরিনীতা বক্স অফিসে বেশ হিট করেছে। এই মুভির গল্পটা বেশ সুন্দর। তবে রাজের পরিণীতা শুভশ্রী এদের প্রেমের গল্প সকলেরই জানা। কাজের সূত্রে আলাপ হল পরদিন হঠাৎ করে এনগেজমেন্ট এবং 2018 সালে বিয়ে হয় তাদের। ভক্তরা তাদের ভালোবেসে রাজশ্রী বলে ডাকেন। তবে তাদের বিয়ে নিয়ে নানান গুঞ্জন কিন্তু শোনা যায়। তুমি এইসব কে একদমই পাত্তা দেননি দুজনে। তাদের সুখের নতুন সংসারে পাড়ি দিয়েছে তাদের স্বপ্নের রাজপুত্র। তাদের ছোট্ট পুতুল ইউভান।

ছোট্ট ইউভানের বয়স মাত্র আড়াই মাস হলেও সে কিন্তু এখন বড় মাপের সেলিব্রিটি। তাকে নিয়ে তৈরি হয়েছে নতুন নতুন পেজ ও। এই দুই লাভ র্বাডসের জীবনকে আলো করে রেখেছে এখন এই ছোট্ট ইউভান। বিয়ের দুই বছরের মাথায় কোল আলো করে এসেছে ইউভান। বাবা-মা দুজন আদর করে ডাকে সিম্বা বলে। ছোট্ট সিম্বা কে নিয়ে খুনসুটিতে কেটে যায় তাদের দিন। ছোট্ট ছেলে কিন্তু এখনই বাবাকে কিক মারতে শুরু করেছে তাতে কিন্তু বাবা একদমই রেগে যাননি বরং বাবা কিন্তু বেজায় খুশি। বাবা এখন থেকেই থাকে নেতাজি, গান্ধিজি প্রত্যেকের গল্প শোনান এবং ছেলে ও কিন্তু বেশ মন দিয়ে শুনছে সেই সমস্ত গল্প। মা শুভশ্রী পুজোর সময় নানা ছবি ও ছেলের পোস্ট করতে থাকেন এখন তাদের ইনস্টাগ্রাম ওয়ালে নিজের ছবি বাদ দিয়ে ছোট্ট ইউভানের ছবির ছড়াছড়ি দেখা যায়। কখনো মায়ের সাথে অঞ্জলি দিচ্ছে, কখনো মায়ের সাথে নিজেদের আবাসন ঘুরে দেখছে, কখনো মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ছে। বিয়ের আড়াই বছর পর তাদের প্রেম একটুও কমেনি বরং গিয়েছে অনেক পরিমানে বেড়ে। শুভশ্রীর নিজের বন্ধুর বিবাহ বার্ষিকীর পার্টিতে দুজন চুটিয়ে আনন্দ করেছেন ।এবং সেই সমস্ত ছবি ভাইরাল হয়েছে ভীষণ পরিমাণে। সেখানে তিনি তার হাজবেন্ডকে আনন্দের সাথে দিয়েছেন একটা জাদু কি ঝাপ্পি।

ADVERTISEMENT

নতুন হেয়ার স্টাইল এর সাথে জরুরী ফোন নিয়ে কাজ করছেন রাজ চক্রবর্তী আর সেই সময় পেছন থেকে জড়িয়ে ধরলেন শুভশ্রী। সেই সমস্ত ছবি রাজ আনন্দের সাথে খুশি হয়ে তার ইনস্টাগ্রামে ওয়ালে শেয়ার করেছেন এবং শুভশ্রী ও সেই ছবি শেয়ার করতে একদমই ভুলে যাননি এককথায় খুব আনন্দের সাথে চুটিয়ে সংসার করছেন তারা।

ADVERTISEMENT

Related Articles