এবার পরিচালকের চেয়ারও দখলে নিল ‘বস’ ইউভান, মুহূর্তে ভাইরাল রাজপুত্রের মিষ্টি ছবি
বাংলা সিনেমা জগতের অতি জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। আর অন্যদিকে বাংলা সিনেমা জগতের একজন নামকরা পরিচালক হলেন রাজ চক্রবর্তী। দুজনেই অনেক পরিশ্রমের পর আজ এই জায়গায় এসেছে। শুভশ্রী অভিনয়ের মাধ্যমে জয় করে নিয়েছেন সকলের মন। ১৯৮৯ সালের ৩ নভেম্বর বর্ধমান জেলায় তার জন্ম হয়। তিনি খুবই সাধারণ পরিবারে জন্মেছিলেন। কিন্তু তাঁর অভিনয় সত্তাকে কাজে লাগিয়ে তিনি আজ টলিউডের ১ নম্বর নায়িকাদের তালিকায় একজন হয়ে উঠেছেন।
২০১৮ সালে সফল পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। সম্প্রতি তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। তাঁরা দুজনেই তাদের পেশা ও কাজ সামলে ইউভানকে বড় করে তুলছেন। আর তাকে নিয়েই দিব্বি মেতে আছেন তারা।
১১ সেপ্টেম্বর থেকে অভিনেত্রী তথা রাজ ঘরণীর আরও একটি পরিচয় হয়েছে। আর সেটি হল ‘মা’। শব্দটা খুবই ছোট। কিন্তু এর দায়িত্ব , কর্তব্য এর পরিধি অনেক বড়। প্রসবের যন্ত্রনা নিমেষে ভুলেই ছোট্ট ইউভানের মা হয়ে উঠেছিলেন টলিউডের প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী।
তাঁদের সন্তান ইউভানের জন্মের পর মা- বাবার মতো সেও একজন সেলিব্রেটি হয়ে গেছে। ছোট্ট ইউভানের নিত্যনতুন ছবিতে ভরে থাকে সোশ্যাল মিডিয়া। তাঁদের সন্তান বড় হওয়ায় প্রত্যেকটি মুহূর্ত তাঁরা উপভোগ করছেন। সম্প্রতি রাজ একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেখানে ছোট্ট ইউভানকে এস রঙের শীতের পোশাকে একটি চেয়ারে বসে থাকতে দেখা যাচ্ছে। মনে হচ্ছে এটি রাজের অফিসের ছবি। রাজ ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন,‘ নতুন বস, ইউভান চক্রবর্তী! আমি তো হাঁফ ছেড়ে বাঁচলাম..শান্তি, এবার থেকে সব দায়িত্ব ওই সামলাবে’। সম্প্রতি রাজের পোস্ট করা ছোট্ট ইউভানের ছবিই হু হু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।