চালাকি করে শুভশ্রীর মোবাইল নম্বর হাতালো আরজে! প্রবীণের মোবাইল ভেঙে দিলেন পজেসিভ স্বামী রাজ

Raj-Subhashree-Praveen: রাজ চক্রবর্তী যে শুভশ্রীকে নিয়ে কতটা পজেসিভ তা আবারও ধরা পড়লো সোশ্যাল মিডিয়ায়। বেচারা আরজে প্রবীণের কি করুন অবস্থা! চোখে দেখা যায় না। আসলে প্রবীণেরই বা কি দোষ বলুন। শুভশ্রী গাঙ্গুলীকে সামনে পেলে কে না যেন তেন প্রকারেন তার যোগাযোগ নম্বর নিতে চাইবেন না বলুন। জনপ্রিয় আরজে প্রবীণও সেটাই চেষ্টা করেছিল। আর ব্যাস অমনি রাজ চক্রবর্তী প্রবীণের ফোনটাই ভেঙে দিল।
আচ্ছা ঘটনাটা খুলেই বলা যাক। খুব শীঘ্রই বড়পর্দায় মুক্তি পাবে শুভশ্রী গাঙ্গুলী ও পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত ছবি ‘হাবজি গাবজি’। আর এই ছবির পরিচালক হলেন রাজ চক্রবর্তী। জোরকদমে ছবির প্রোমোশন শুরু করে দিয়েছেন শুভশ্রী। এই কারণেই এসেছিলেন আরজে প্রবীণের কাছে। সেখানেই পুরো ঘটনাটি ঘটে। প্রবীণ নিজের ফোন খুঁজে না পাওয়ার বাহানা করে শুভশ্রীর নম্বর হাতানোর চেষ্টা করে।
সেই সময় যমদূতের মতো হাজির রাজ চক্রবর্তী। আরজে প্রবীণের ফোনটাই দিলেন ভেঙে। তবে, বলে রাখি পুরো ঘটনাটি কিন্তু মজার ছলে ঘটানো হয়েছে। তবে, এর মাধ্যমেও সমাজকে এক সচেতনতার বার্তা দিয়েছেন পরিচালক। যেমন ‘হাবজি গাবজি’ ছবিটি সমাজে সচেতনতার বার্তা দিতে বানিয়েছেন। মোবাইল ফোন যে বাচ্চাদের জন্য কতটা ক্ষতিকারক আর এর ফলে যে কতটা খারাপ প্রভাব পড়তে পারে বাচ্চার উপর সেই নিয়েই ছবি।