Raj-Subhashree : ইউভানকে নিয়ে বালির বিলাসবহুল হোটেলে রাজ-শুভশ্রী! প্রতি রাতের ভাড়া শুনলে অবাক হবেন আপনিও

চলতি মাসের প্রথম দিকেই দ্বিতীয়বার প্রেগনেন্সির কথা জানিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। যদিও খবরটি প্রথম জানান তাঁর পরিচালক স্বামী রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। পুত্র ইউভানের (Yuvaan Chakraborty) ৩ বছরের মাথাতেই সংসার পূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছেন তারকা পরিবার। বিষয়টি প্রকাশ্যে আসা মাত্রই ভক্তদের অভিনন্দনের ঝড় ওঠে। সবাই চায় এবার নায়িকার একজন প্রিন্সেস আসুক।
View this post on Instagram
বর্তমানে ৪ মাসের গর্ভবতী শুভশ্রী। ইউভান এক্ষুনি বিষয়টি বুঝতে না পারলে মায়ের পেট দেখে সে বেলুন বলে মনে করে। নায়িকা ইউভানের অনুভূতি নিয়ে এমনটাই জানিয়ে ছিলেন একটি সংবাদমাধ্যমকে। অন্যদিকে অভিনেত্রীর পরিচালক-বিধায়ক স্বামী রাজ চক্রবর্তীও বেশ যত্নে রাখছেন স্ত্রীকে। তবে এই মুহূর্তে তাঁরা সপরিবারে রয়েছেন ইন্দোনেশিয়ার হানিমুন প্লেস বালিতে। গত রবিবারই রওনা দিয়েছেন।
View this post on Instagram
সেখানে থেকে মজা করার একাধিক ছবি অনবরত নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেই চলেছেন নায়িকা। কখনও স্বামীর সঙ্গে সমুদ্রের ধারে একান্তে সময় কাটাচ্ছেন তাঁরা, আবার কখনও ছেলের সঙ্গে বালির মধ্যে খেলছেন। মনোকিনিতেও নিজেকে ভূষিত করছেন নায়িকা। হোটেলের ব্যালকনি থেকেও নানা রকম সুন্দর ছবি পোস্ট করেই চলেছেন নায়িকা তাঁর ছেলে এবং স্বামীর। তাঁরা রয়েছেন বালির সবচেয়ে দামী রিসোর্ট দ্য অপূর্ব কেম্পিনস্কি-তে। কিন্তু এই সমুদ্রমুখী সুন্দর হোটেলে থাকতে প্রতিদিনে কত খরচ হচ্ছে তারকা দম্পতির, জানেন কী? টলিউডের অন্যতম সফল দম্পতি তাঁরা, সুতরাং হাইফাই ঘর ছাড়া তাঁরা থাকবেন না যে, সেটা বলাই বাহুল্য!
View this post on Instagram
এই রিসোর্টের রুমের ভাড়া শুরু হয় ২২ হাজার থেকে। বিলাসবহুল রুমের ভাড়া ৩৬ হাজার টাকা থেকে। তবে খুব সম্ভবত সমুদ্রমুখী রুম হওয়ার কারণে তাঁদের একেক দিনে খরচ করতে হচ্ছে ৪৩,০০০ টাকা। ডিসেম্বরে দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন শুভশ্রী। আর এই মুহূর্তে রাজ ব্যস্ত তাঁর নতুন ছবি ‘আবার প্রলয়’-এর কাজে। বেবিমুন থেকে ফিরে এসেই এই ছবির প্রচারে নামবেন তিনি। শোনা যাচ্ছে, আপাতত কাজ থেকে বিরতি নিচ্ছেন শুভশ্রী। কিছুদিন আগেই তাঁর রাজনৈতিক ক্ষেত্রে নাম লেখানোর একটা গুজব উঠলেও সেই গুজব অভিনেত্রী নিজেই উড়িয়ে দিয়েছেন।