সামনে এলো Ullu-র নতুন ঘাম ঝরানো ওয়েব সিরিজ, ভুলেও পরিবারের সামনে দেখবেন না

উল্লু (Ullu) অ্যাপের মাধ্যমে দিন কয়েক আগেই সামনে এসেছে ‘রেইন বাসেরা’ (Rain Basera) ওয়েব সিরিজ। অ্যাডাল্ট ওটিটি অ্যাপ গুলির মধ্যে প্রথমেই আছে উল্লু। একের পর এক ওয়েব সিরিজ রিলিজ করে কার্যত সবাইকে চমকে দিয়েছে। ‘রিক্সাওয়ালা’, ‘মালাই’, ওয়াকম্যানের পরেই এবার এই সিরিজ কার্যত ব্যাপক ঘাম ছড়িয়েছে। আবারো একবার কার্যত ‘রেইন বাসেরা’ সিরিজ উল্লুকে তার এক নম্বর জায়গায় ফিরিয়ে নিয়ে এসেছে।
নায়িকা হিসাবে আপনারা দেখতে পাবেন ভারতী ঝাঁ (Bharti Jha) ও হীরাল রাদাদিয়া (Hiral Radadiya)-কে। দুজনেই অ্যাডাল্ট সিরিজের বেশ পরিচিত মুখ। তাদের অভিনীত সবকটি সিরিজই বেজায় হিট। যে কারণেই এই সিরিজ যে দর্শকদের ঘাম ঝরাতে বাধ্য করেছে তা বলার অপেক্ষা রাখে না। সিরিজের গল্প সম্পর্কে নিশ্চই আপনারা জানতে চাইছেন? এক বিবাহিত মহিলার গল্প দেখানো হয়েছে। যে চুরি করা বিভিন্ন জিনিস বিক্রি করে থাকেন। সেই জিনিস একদিন বিক্রি করছিলেন এমন সময় পুলিশ চলে আসে। কোনোমতে সে পুলিশের হাত থেকে পালিয়ে বাঁচে। তখন তার সাথে একটি ছেলের দেখা হয়। ছেলে ও সেই বিবাহিত মহিলা একসাথে বাড়ি থেকে পালানোর পরিকল্পনা করতে থাকে
তবে তারপরে কি হবে যদিও সিরিজ না দেখলে বলা যাবে না। প্রতি সপ্তাহে একাধিক সাহসী ওয়েব সিরিজ মুক্তি পায় এই প্ল্যাটফর্মে। তেমনই একটি রেইন বাসেরা। একাধিক যৌন উত্তেজনায় পরিপূর্ণ সিন্ দেখানো হয়েছে। দর্শকরা এই সিরিজকে যে কোনো সিনেমার চেয়ে বেশি পছন্দ করেছেন। এই সিরিজটি আপনি সরাসরি উল্লু প্লাটফর্মে দেখতে পারবেন।
২০২৩ সালের ৭ই এপ্রিল উল্লুর মাধ্যমে রিলিজ করেছিল এই সিরিজ। অতি অবশ্যই তিনটি এপিসোডের এই সিরিজ দেখার জন্য উল্লুর সাবস্ক্রিপশন নিতে ভুলবেন না। হিন্দি সহ আরও ৬ টি ভাষায় রিলিজ করেছে এই সিরিজ। আরও বিভিন্ন কলাকুশলীরা থাকবেন এই সিরিজে। হীরাল ও ভারতী যে লাস্যময়ী অভিনয় করেছেন তা দেখে অবশ্যই হুঁশ খোয়াবে আপনার।