ছেলের সঙ্গে একসাথে দোল খেললেন রাহুল-প্রিয়াঙ্কা, ‘তোমরা আবার এক হয়ে যাও’, ছবি দেখে বলছে ভক্তরা

দোলের আনন্দে ফের একবার একই ফ্রেমে ক্যামেরাবন্দী হলেন রাহুল-প্রিয়াঙ্কা ও ছেলে সহজ। এই ফ্রেমটা বরাবরের মতো পছন্দ ভক্তদের। তাদের নাম আসলে প্রথমেই উঠে আসে ‛চিরদিনই তুমি যে আমার’ সিনেমার কথা। সেখান থেকেই তাদের জনপ্রিয়তার শুরু। বর্তমানে রাহুল-প্রিয়াঙ্কার জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। দুজনেই নিজেদের কেরিয়ারে সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছেন।
View this post on Instagram
তবে, তা বাদেও একটা সময় রাহুল-প্রিয়াঙ্কা জুটির জনপ্রিয়তা তুঙ্গে ছিল। তাদের নিয়ে উৎসাহ কম ছিলোনা। যা সময়ের সঙ্গে কিছুটা থিত হয়েছে। কিন্তু একটা সময় পর দুজনের মধ্যে তৈরি হয় দূরত্ব। অফিসিয়াল ভাবে তারা ডিভোর্স না করলেও একে অপরে আলাদাই থাকেন বটে। তবে, এরই মাঝে তাদের যোগসূত্রের একটি মাধ্যম হল তাদের ছেলে সহজ। একসঙ্গে তারা ছেলের দায়িত্ব পালন করে আসছেন।
তাদের মধ্যেকার তিক্ত সম্পর্কের ছাপ যেন ছেলের মধ্যে কোনোভাবেই না পড়ে সেদিকে খেয়াল রাখেন দুজনেই। সম্প্রতি তিনজনকে আবারও দেখা গেল একসঙ্গে। বসন্তের রং আবারও একবার রাঙিয়ে দিল তিন জনকে। ছেলে সহজকে পাশে নিয়ে একইফ্রেমে ধরা দিয়েছেন দুজন। আর সেই ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন রাহুল-প্রিয়াঙ্কা দুজনই।
View this post on Instagram
এদিন তিনজনের পরণেই ছিল সাদা রঙের পোশাক। আর চোখে স্টাইলিশ চশমা। কখনও মা-ছেলে আবার কখনও তিনজনে মেতে উঠেছেন রং খেলায়। ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা ক্যাপশনে লিখেছেন যে, ‛হ্যাপি হোলি ২০২৩’। নেটিজেনরাও বেশ পছন্দ করেছেন তিনজনের একসঙ্গে ছবি। এমনকি অনেকে রাহুল-প্রিয়াঙ্কার দায়িত্ববোধ দেখে মুগ্ধ হয়েছেন।
কেউ লিখেছেন ‛একসাথে তিনজনকে দেখে খুব ভালো লাগলো। আবার তিনজনে এক হয়ে যাও’। আবার কেউ লিখেছেন ‛কেয়ারিং প্যারেন্টস’। কেউ আবার লিখেছেন ‛অভিমান ভুলে গিয়ে ভালোবাসো’। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল তাদের সপরিবারের একসঙ্গে কাটানো ছবি।