রাধিকাকে ধাক্কা মেরে ফেলে দিল পোখরাজের মা, ‘এতো বধূ নির্যাতনের প্রমোশন হচ্ছে’, বিরক্ত ‘এক্কা দোক্কা’র দর্শকরা

‛এক্কা দোক্কা’-র পর্ব নিয়ে ফের কটাক্ষের মুখে ধারাবাহিক। সিরিয়াল মানেই কখনও দারুন দারুন দৃশ্য দেখে মুগ্ধ হয় দর্শকেরা। আবার কখনও পান থেকে চুন খসলে তা নিয়ে ট্রোলিং থেকে শুরু করে কটাক্ষও হয় জোরকদমে। সম্প্রতি তেমনটাই হল ধারাবাহিকে। চলতি বছরেই টিভির পর্দায় এসেছে এই সিরিয়াল। আর তারপর থেকে অল্প সময়ের মধ্যেই দর্শকদের বেশ কাছের হয়ে উঠেছে রাধিকা-পোখরাজ জুটি।
দুই ডাক্তারি পড়া শিক্ষার্থীকে নিয়ে শুরু হয়েছিল এই সিরিয়াল। আর এই ধারাবাহিকে হাত ধরে নতুন একটি জুটি উঠে এসেছে পর্দায়। ধারাবাহিকে রাধিকার চরিত্রে অভিনয় করছেন ‛মোহর’ খ্যাত সোনামনি সাহা (Sonamoni Saha)। অন্যদিকে ‛পোখরাজ’ র চরিত্রে অভিনয় করছেন ‛শ্রীময়ী’ খ্যাত সপ্তর্ষি মৌলিক। প্রথমদিকে একে অপরের শত্রু থাকলেও বর্তমানে তারা স্বামী-স্ত্রী। অনেক বাধা পেরিয়ে এক হয়েছে দুটি হৃদয়।
কখন যে মনের অজান্তে তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে তা কেউই জানে না। তবে, শশুরবাড়িতে আসার পর থেকেই একেরপর এক অত্যাচারের শিকার রাধিকা। আর এবার সেই নিয়েই ক্ষেপে উঠলো দর্শকেরা। রীতিমতো ‛এক্কা দোক্কা’-র পর্ব নিয়ে বইছে কটাক্ষের বন্যা।
View this post on Instagram
ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে যে, রাধিকার শাশুড়ি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এরফলে রাধিকার মাথাও ফেটে যায়। তবে, এটা নতুন নয় প্রায়শই পোখরাজের মাকে দেখা যায় রাধিকাকে ঠেলে ফেলে দিতে। আর সেই নিয়েই এবার সরব হলেন নেটিজেনদের একাংশ। দর্শকেরা জানিয়েছেন যে, এই ধারাবাহিকে বধূ নির্যাতন দেখানো হচ্ছে। যা সমাজের পক্ষে খুবই ক্ষতিকর। আবার কারোর মতে এইসব টিভিতে সম্প্রচার করা উচিত নয়। সবমিলিয়ে ‛এক্কা দোক্কা’ ধারাবাহিক ফের একবার কটাক্ষের মুখে।