Advertisement
Entertainment

পোখরাজকে ভুলে অনির্বাণকে ভালোবেসে বিয়ের সিদ্ধান্ত নিল রাধিকা, জমে উঠেছে ‘এক্কা দোক্কা’ ধারাবাহিক

Advertisement
Advertisements

অবশেষে বিয়েতে সম্মতি দিল রাধিকা (Radhika)! আর সেকথা বাড়িতে জানানোর জন্য উদগ্রীব ডঃ অনির্বাণ গুহ (Anirban Guha)। ফের এক নতুন প্রেমের কাহিনী আসতে চলেছে ‛এক্কা দোক্কা’ ধারাবাহিকে। গত বছরের মাঝামাঝি সময় থেকে টিভির পর্দায় এসেছে নতুন ধারাবাহিক ‛এক্কা দোক্কা’ (Ekka Dokka)। দুই ডাক্তারি পড়া শিক্ষার্থীকে নিয়ে শুরু হয়েছিল এই সিরিয়াল। আর এই ধারাবাহিকে হাত ধরে নতুন একটি জুটি উঠে এসেছে পর্দায়। ধারাবাহিকে রাধিকার চরিত্রে অভিনয় করছেন ‛মোহর’ খ্যাত সোনামনি সাহা (Sonamoni Saha)।

Advertisements

অন্যদিকে ‛পোখরাজ’-এর চরিত্রে অভিনয় করছেন ‛শ্রীময়ী’ খ্যাত সপ্তর্ষি মৌলিক। (Saptarshi Moulik)। প্রথমদিকে দুজনের আধায়-কাঁচকলায় সম্পর্ক থাকলেও কখন যে কে কাকে মন দিয়ে ফেলে সেকথা কেউ জানে না। এমনকি অনেক ঝড়-ঝঞ্ঝা পেরিয়ে তাদের বিয়েও হয়েছিল। কিন্তু বর্তমানে তারা ডিভোর্সি। আর তারপরই ধারাবাহিকে এন্ট্রি নিয়েছে ডঃ অনির্বাণ গুহ। প্রথমে এরসঙ্গেও রাধিকার একেবারেই বোনতো না। কিন্তু ধীরে ধীরে তাদের সম্পর্ক স্বাভাবিক হয়।

Advertisements

পোখরাজকে ভুলে অনির্বাণকে ভালোবেসে বিয়ের সিদ্ধান্ত নিল রাধিকা, জমে উঠেছে ‘এক্কা দোক্কা' ধারাবাহিক

এমনকি পোখরাজকে অপহরণের দায় যখন রাধিকার কাঁধে এসে পড়ে তখন ডঃ অনির্বাণ গুহই রাধিকার পাশে থাকে। এমনকি তাকে আগলে রাখে। বর্তমানে সকলেই জানেন নিশ্চই পোখরাজ রঞ্জা নামের একটি মেয়েকে বিয়ে করে বাড়িতে এনেছে। আর সেই নিয়েও কম ঝামেলা হয়নি। বর্তমানে পোখরাজ চায় রঞ্জা তাদের হাসপাতালে রিসেপসনিস্ট হিসেবে জয়েন করুক। পাশাপাশি নিজের গ্রাজুয়েশনটাও কমপ্লিট করুক। পোখরাজ নিজের মুখে জানায় যে, রঞ্জার উপর তার মায়া আছে। সে তাকে বন্ধুর চোখে দেখে।

ওদিকে রাধিকা বিয়েতে সম্মতি দেওয়ায় খুশিতে গান গাইতে থাকে ডঃ অনির্বাণ গুহ। এমনকি রাধিকাকে নিয়ে সঙ্গে আবার সিঙ্গারা-মিষ্টি হাতে বাড়িতে ঢোকে। পিসি ও বাবাকে জানায় সে বিয়ে করতে রাজি। ওদিকে রাধিকার চোখে মুখেও লজ্জার ছাপ স্পষ্ট। তাহলে কি আগামী দিনে রাধিকা-অনির্বানের (Radhika-Anirban) বিয়ে হবে? আর ওদিকে পোখরাজ-রঞ্জা (Pokhraj-Ronja) দুজনের মধ্যেই কি ধীরে ধীরে গড়ে উঠবে স্বামী-স্ত্রীর সম্পর্ক? যদিও সেকথা বলবে সময়ই।