EntertainmentVideoViral Video

গায়ে জল ঢেলে মঞ্চের উপর দুর্দান্ত নাচ ‘হট বম্ব’ রচনা তিওয়ারির, তুমুল ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

বর্তমানে হরিয়ানভি শিল্পী রচনা তিওয়ারি (Rachna Tiwari) ব্যাপক নাম করেছেন। তার নাচ দেখতে মুখিয়ে থাকেন দর্শকরা। ওপেন স্টেজের মধ্যে শিল্পীর হট নাচ দেখতে প্রচুর পুরুষ ভিড় জমান। ঠিক তেমনই রচনার এবারে একটি নাচের ভিডিও ব্যাপক ভাইরাল (Viral) হয়েছে। কিন্তু সেই ভিডিওতে যা করলেন রচনা তা না দেখতে কার্যত বলা যাবে না। নাচের মধ্যেই সম্পূর্ণ শরীর তিনি ভিজিয়ে তুলেছেন জলের সাহায্যে।

গায়ে জল ঢেলে মঞ্চের উপর দুর্দান্ত নাচ ‘হট বম্ব' রচনা তিওয়ারির, তুমুল ভাইরাল ভিডিও

নির্লজ্জতার সমস্ত সীমা অতিক্রম করেছেন রচনা। ভিডিওতে দেখা গেল স্টেজের আশেপাশে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে। রচনার হাতে একটি বোতল। নাচ করার মধ্যেই সেই বোতল থেকে নিজের শরীরে জল দিতে চাইলো। কার্যত সময় সময় স্টেজের উপরে অনেক পুরুষ রচনার খুব কাছে চলে আসলো।

গায়ে জল ঢেলে মঞ্চের উপর দুর্দান্ত নাচ ‘হট বম্ব' রচনা তিওয়ারির, তুমুল ভাইরাল ভিডিও

তবে রচনার নাচ থামেনি এক মুহূর্তের জন্য। নিজের মতোই শরীরের জেল্লা দেখিয়েছেন। নাচের মধ্যেই তার এক্সপ্রেশন দেখার মতো ছিল। সকলেই তার উদ্দেশ্যে স্টেজে দাঁড়িয়ে টাকা ছুঁড়ে মারেন। অনেকেই আবার এমন দৃশ্য দেখে বেশ অসন্তুষ্ট বলা যায়। হরিয়ানভি ‘ন্যায়ী সী বোতল’ গানে নাচ করেছে রচনা।

১ মাস আগে ‘রচনা তিওয়ারি সোনাটেক’ নামের ইউটিউব (Youtube) চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত ৩৪ লাখের বেশি মানুষ দেখেছেন। ‘হট ও দুর্দান্ত পারফরমেন্স’ বলে অভিহিত করেছেন সকলেই। তাহলে আপনিও এই উষ্ণতায় মাখা দুপুরে বাড়তি উষ্ণতা পেতে এই নাচটি উপভোগ করুন।