‘বান্দুক চালেগি’, জনপ্রিয় হরিয়ানভি গানে মঞ্চের উপর উদ্দাম নাচ রচনা তিওয়ারির, ভাইরাল ভিডিও

‛বান্দুক চালেগি’ গানে দুর্দান্ত নেচে তাক লাগালেন রচনা তিওয়ারি (Rachana Tiwari)। হরিয়ানভি নৃত্যশিল্পী হিসেবে রচনা তিওয়ারিকে কেই না চেনেন। সম্প্রতি এবার স্টেজ পারফরম্যান্স দিয়ে ঝড় তুললেন তিনি। বিশেষত স্টেজ পারফরম্যান্স-য়ের মঞ্চে তার জুড়ি মেলা ভার। মাঝে মধ্যেই কোনো না কোনো কারণে তিনি ইন্টারনেটের সেনসেশন হয়ে দাঁড়ান। এমনকি উঠে আসেন সংবাদের শিরোনামে।
বরাবরই তার রূপে মুগ্ধ ভক্তরা। তাকে একটিবার দেখার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন সকলেই। আর তাইতো তার প্রতিটি ভিডিও (Video) মুহূর্তেই ভাইরাল (Viral) হয়। এককথায় বলা চলে যে বর্তমান প্রজন্মের কাছে খুবই পরিচিত মুখ হল রচনা তিওয়ারী। তিনি স্টেজে উঠলে ভিড় সামলানো বেশ মুশকিল হয়ে পরে। নাচের মাধ্যমে তিনি বহু মানুষের ভালোবাসা কুড়িয়েছেন।
মাঝে মধ্যেই তার ভিডিও ভাইরাল হয় নেটমাধ্যমে। যা রীতিমতো মুগ্ধ করে মানুষকে। সম্প্রতি রচনার একটি নাচের ভিডিও বেশ ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। যেখানে রচনাকে স্টেজের মধ্যে ‛বান্দুক চালেগি’ গানে দূর্দান্ত নাচতে দেখা যাচ্ছে। রচনার পরনে রয়েছে শ্যওলা রঙের সালোয়ার কামিজ। খোলা চুলে রীতিমতো ঝড়ের গতিতে নেচে চলেছেন তিনি।
‛তাসহান হরিয়ানভি’ নামের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই অভিনেত্রীর এই ভিডিও (Video) প্রায় ১ লক্ষের কাছাকাছি মানুষ দেখে ফেলেছেন। এমনকি পছন্দ করেছেন ৬০০-র বেশি মানুষ। সম্প্রতি রচনা তিওয়ারির এই নাচের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল (Viral) হয়েছে।