‘পুরুলিয়া কি থাইল্যান্ডের চেয়ে খারাপ?’ বেফাঁস মন্তব্য করে নেটবাসীদের কটাক্ষের মুখে অভিনেত্রী রচনা ব্যানার্জী

সেলিব্রেটি মানেই সবসময় তাদের উপর লাইম লাইট যেন তাক করে রয়েছে। পান থেকে চুন খসলেই তাদের নিয়ে মশকরা শুরু। সম্প্রতি এবার যেন তেমনই এক কান্ড ঘটে বসলো ‛দিদি নাম্বার ওয়ান’-র (Didi No 1) মঞ্চে। যদিও নেটিজেনরা এটাকে কটাক্ষ বলেই ধরেছেন। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের জনপ্রিয় গেম রিয়েলিটি শো হল ‛দিদি নাম্বার ওয়ান’। ১০ বছরেরও বেশি সময় ধরে রচনার (Rachana Banerjee) সাবলীন সঞ্চালনায় জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছে এই শো।
তবে, এই শোয়ের যেমন জনপ্রিয়তা রয়েছে তেমনই এই শো নিয়ে নানান কটাক্ষও করতে দেখা যায় নেটিজেনদের। যদিও তাতে শোয়ের জনপ্রিয়তায় ভাঁটা পরেনি এতটুকুও। চলতি সপ্তাহে দিদির এই মঞ্চে হাজির হয়েছিলেন টেলিভিশন জগতের পরিচিত সব মুখেরা। আর তাদের মধ্যে ছিলেন অভিনেত্রী রুকমা রায় (Rooqma Roy)। তার আসন্ন ওয়েবসিরিজ ‛রক্তকরবী’-র প্রচারে এসেছিলেন অভিনেত্রী। ধারাবাহিক শেষ হওয়ার পর আর তাকে টিভির পর্দায় দেখা যায়নি।
আর তাইতো বর্তমানে চুটিয়ে তিনি ছুটি উপভোগ করছেন। পাশাপাশি করছেন ওয়েব সিরিজ। আর এই পর্বেই রচনা রুকমাকে প্রশ্ন করেন যে, ‛তা এই কদিন কোথায় কোথায় ঘোরা হল?’। আর তাতে রুকমার জবাব ‛এই তো বাবা মাকে নিয়ে পুরুলিয়ায় ঘুরে এলাম। আর তারপর আমি, শ্রীতমা আমরা সবাই গিয়েছিলাম থাইল্যান্ড ঘুরতে। ওখানে শপিং করলাম, প্রচুর ঘুরলাম, ছবি তুললাম’। আর তারপরই রচনা বলেন যে, ‛সবচেয়ে মজার কথা হল বাবা-মা কে নিয়ে যাচ্ছ পুরুলিয়া। আর নিজে যাচ্ছ থাইল্যান্ড’।
এমনকি এরপর হো হো করে হেসে ওঠেন অভিনেত্রী। আর তাই নিয়েই কটাক্ষের মুখে পড়েছেন সঞ্চালিকা। কেউ লিখেছেন ‛পুরুলিয়া কি থাইল্যান্ডের চেয়ে খারাপ? তির্যক হাসি কেন? নিজের দেশকে ভালোবাসতে জানে না’। আবার কেউ রচনাকে ধান্দাবাজ বলেও উল্লেখ করেছেন। রুকমার সঙ্গে মশকরা করতে গিয়ে অভিনেত্রী পুরুলিয়াকে নিচু করেছেন বলে মত একাংশের।