ছেলের চিন্তায় রাতের ঘুম উড়েছে রচনার! ভগবানের কাছে চাইলেন এই জিনিস

ছেলেকে নিয়ে চিন্তায় রচনা! মঞ্চের মধ্যেই ভগবানকে ডাকলেন অভিনেত্রী। কিন্তু কি এমন হল? প্রথমেই বলে রাখি যে, রচনা ও তার স্বামী প্রবল বসুর একমাত্র ছেলে হলেন রৌনাক ওরফে প্রনীল। ছোট থেকেই ছেলেকে বন্ধুর পাশাপাশি কড়া শাসনের মাঝেই বড় করেছেন রচনা (Rachana Banerjee)। এমনকি ছেলের জন্য নিজের কেরিয়ারও বিসর্জন দিয়েছেন। তবে, ইদানিংকালে ছেলেকে নিয়ে বেশ চিন্তায় পড়েছেন অভিনেত্রী।
কিন্তু কেন? সন্তানরা কৈশোরে পা দিলে তাদের নিয়ে মা-বাবার চিন্তা অনেকগুন বেড়ে যায়। আর সেই কৈশোর থেকে যৌবনের দিকে এগোলে মানসিক ও শারীরিক নানান পরিবর্তন আসে। নিজেদের মধ্যে তারা একটা আলাদা জগৎ তৈরি করে নেয়। যেখানে তারা মা-বাবাকেও ঢুকতে দেয়না। আর সেই নিয়েই চিন্তায় অভিনেত্রী রচনা ব্যানার্জি।
সম্প্রতি ‛দিদি নাম্বার ওয়ান’-র (Didi No 1) মঞ্চে হাজির হয়েছিলেন ‛জগদ্ধাত্রী’ ধারাবাহিকের নায়ক ‛স্বয়ম্ভু’। যার আসল নাম সৌম্যদীপ মুখোপাধ্যায় (Soumyadeep Mukherjee)। এদিন দিদির মঞ্চে মাকে নিয়েই হাজির হয়েছিলেন অভিনেতা। আর সেখানে দিদি অভিনেতার মাকে প্রশ্ন রেখেছিলেন যে, বাস্তব জীবনে সৌম্যদীপ কেমন? তাতে অভিনেতার মা জানিয়েছেন যে, ‛ছোটবেলায় ভয়ানক দুরন্ত ছিল। কথা শুনতো না একেবারেই। সামলাতে পারতাম না ছেলেকে। তবে বড় হয়ে নিজে থেকেই শান্ত হয়ে গিয়েছে’।
আর একথা শোনা মাত্রই রচনার মনে যেন এক অদ্ভুত শান্তি আসে। আর তারপরই সৌম্যদীপের মা মিঠু মুখোপাধ্যায়ের কাছে জানতে চান সৌম্যদীপের এই বদল কোন বয়স থেকে হয়েছে? হাসিমুখে অভিনেতার মা জানান যে, ১৫-১৬ বছর বয়সে সৌম্যদীপ শান্ত হয়েছে। আর একথা শুনেই খানিকটা আক্ষেপের সুরে রচনা বলেন যে, ‛আমার ছেলে ১৫। কোনও লক্ষণ দেখতে পাচ্ছি না’।
View this post on Instagram
যদিও রচনাকে আশ্বাস দিয়ে অভিনেতার মা বলেন যে, ‛হবে আস্তে আস্তে হবে’। তারপর দেরি না করেই জোড়হাতে ভগবানকে স্মরণ করে রচনা বলেন ছেলে যেন একটু শান্ত হয়। তার মতি-গতি ফেরে।