‘দিদি নম্বর ১’-এর মঞ্চে ফাঁস অভিনেত্রী অনন্যার প্রেম কাহিনী, কি বললেন হবু শাশুড়ি? দেখুন ভিডিও

এবার ‛দিদি নাম্বার ওয়ান’-এর (Didi No 1) মঞ্চে ফাঁস হল অভিনেত্রী অনন্যা গুহর (Ananya Guha) প্রেমকাহিনী। প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে টিভির পর্দায় জনপ্রিয় রিয়েলিটি শো এটি। রচনা ব্যানার্জির (Rachana Banerjee) সঞ্চালনায় আলাদাই মাত্রা পেয়েছে এই শো। তবে, দিদির মঞ্চে মাঝে মধ্যেই দেখা মেলে বিভিন্ন সেলিব্রেটির। আর তাদের হাঁড়ির খবর সকলের মাঝে তুলে ধরতে একেবারে ওস্তাদ রচনা। আর এবারেও তার অন্যথা হলনা। বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় চলা জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‛মিঠাই’ (Mithai)।
আর সেখানেই স্যান্ডির বউ পিঙ্কিজি-এর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অনন্যা গুহ (Ananya Guha)। ‛কৃষ্ণকলি’ (Krishnokoli) ধারাবাহিকে মুন্নি (Munni) নামের একটি চরিত্র করে পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা। আর তারপর থেকেই একেরপর এক কাজ করছেন। তবে, অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায়ও (Social Media) বেশ এক্টিভ। প্রায় প্রতিদিনই কোনো না কোনো ছবি অথবা রিলস শেয়ার করে থাকেন। আর তার সেই রিলসে চোখ রাখলেই বোঝা যাবে তার প্রেমের কাহিনী।
পেশায় তিনি একজন সোশ্যাল মিডিয়া (Social Media) ইনফ্লুয়েন্সার। নাম সুকান্ত কুন্ডু (Sukanta Kundu) । অন্যনার রিলসে প্রায়সময়ই তার দেখা মেলে। এদিন মাকে নিয়ে ‛দিদি নাম্বার ওয়ান’-এর (Didi no 1) মঞ্চে খেলতে এসেছিলেন সুকান্ত। আর সেখানেই ফাঁস হল তার প্রেমকাহিনী। সুযোগ পেয়ে রচনা লাগলেন পিছনে। একেবারে সটান সুকান্তর মাকে প্রশ্ন করেন যে, ‛ছেলে আপনাকে প্রেম নিয়ে কিছু বলে না?’ তাতে সুকান্তর মা জানায় যে, ‛জানি না তো’।
আর এই সময়েই একেবারে মোক্ষম চাল দিলেন রচনা। সটান বলে ওঠেন যে, ‛আমি যতদূর জানি ওরা দুই বোন। আর ও ছোট বোনের সঙ্গে থাকে। আর তার নামটা ‛এ’ দিয়ে শুরু। বাংলাতে পাঁচটা অক্ষর। আপনি তাড়াতাড়ি বাড়িতে যান গিয়ে বিয়ের ডেট ঠিক করুন’। আর এই কথা শুনে সকলেই হো হো করে হেসে ওঠে। এমনকি সুকান্ত (Sukanta kundu) তো বলেন বসেন যে, ‛ভেবেছিলাম একটু কনফিউশন রাখব। তুমি কিছুই রাখলে না’।
View this post on Instagram
এরপর নিজের চ্যানেল সম্পর্কেও দু-এক কথা বলেন। জানান যে, ‛লেটস বি কনফিউসড’ (Let’s be confused) নামে তার একটি চ্যানেল আছে। তার জীবনটা ছোট থেকেই কনফিউসড তাই এমন নাম দিয়েছেন। তবে, আজ তিনি ভ্লগিং করলেও কাল যদি তার অন্য কিছু ভালো লাগে সেটাই করবেন। সম্প্রতি সেই ভিডিও ক্লিপই ভাইরাল হয়েছে।