অতীত ভুলে ফের নতুন করে সংসার শুরু করলেন রচনা! ভাইরাল ছবি ঘিরে জল্পনা তুঙ্গে

তবে, কি এবার জুড়তে চলেছে রচনার ভাঙা সংসার? সাম্প্রতিক কালে ভাইরাল হওয়া ছবি তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। টলিউডের (Tollywood) হট ডিভা বলতে যাকে একনামে সবাই চেনেন তিনি হলেন রচনা ব্যানার্জি (Rachana Banerjee)। একসময় চুটিয়ে অভিনয় করেছেন বড় পর্দায়। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। এমনকি ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম মহিলা সুপারস্টার ছিলেন রচনা।
কিন্তু বৈবাহিক জীবনে পা রাখার পর বেশ কিছুদিনের জন্য তিনি হারিয়ে গিয়েছিলেন সিনেমা জগৎ থেকে। আর তার একটাই কারণ হল তার ছেলে প্রনীল। ছেলেকে মানুষ করার জন্যই নিজের কেরিয়ার আত্মত্যাগ করেছেন অভিনেত্রী। এমনকি বহুদিন ধরে স্বামীর থেকে আলাদা থাকেন রচনা। ছেলেকে একা হাতেই তিনি মানুষ করছেন। এরপর একটা সময় জি বাংলার হাত ধরে শুরু করেন ‛দিদি নাম্বার ১’ র সঞ্চালনা।
বড় পর্দায় যেভাবে তিনি সকলের মন জয় করেছিলেন, ঠিক তেমনই ছোট পর্দায়ও সকলের মন জয় করে নিয়েছেন। তার কেরিয়ার ঝকঝকে হলেও জীবনটা যে বেরঙ্গীন সেকথা সকলেই জানেন। উড়িয়া ছবি করতে গিয়ে উড়িয়া ছবির অভিনেতা সিদ্ধার্থ মহাপাত্রের সঙ্গে প্রেম হয়। এমনকি বিয়েও হয়। কিন্তু অবশেষে সেই বিয়ে আর টেকেনি। ২০০৪ সালে ভেঙে যায় সেই সম্পর্ক। এরপর ২০০৭ সালে প্রবাল বসু র সঙ্গে দ্বিতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। কিন্তু সেই সম্পর্কও বেশি দূর স্থায়ী হননি। আলাদা থাকলেও তাদের কিন্তু ডিভোর্স হয়নি। আপাতত ছেলে প্রনীলকে নিয়ে একাই থাকেন।
এমনকি পপুলার শো ‘অপুর সংসার’-এ এসে রচনা অকপট জানিয়েছিলেন যে, ‛কম্প্রোমাইজ’ করতে পারলে তিনি হয়তো ভালো স্ত্রী হতে পারতেন। কিন্তু তিনি সেটা পারেননি। কারণ তার গোল অন্য ছিল। তবে, সম্প্রতি একটি ছবি বেশ ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। যেখানে একই ফ্রেমে দেখা যাচ্ছে রচনা, প্রনীল ও প্রবালকে। কোনো এক পুজো মণ্ডপে একই ফ্রেমে বন্দী হয়েছেন তিনজন। যদিও ছবিটি কোন পান্ডেলের তা বোঝা যাচ্ছে না।
এমনকি প্রণীলকে বড় মনে হওয়ার কারণেই সকলে অনুমান করছে পুজোতে সপরিবারে একসঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন। তাহলে কি নতুন করে জোড়া লাগতে চলেছে রচনার ভাঙা সংসার? সেই নিয়ে এখন জোর চর্চা চলছে নেটমাধ্যমে।